বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের সর্ববৃহৎ মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো জ্বালানি সাশ্রয়ী নতুন কমিউটার বাইক আনছে। কোম্পানির এক সময়ের জনপ্রিয় বাইক এইচএফ ডন মডেলকে অনুসরণ করে নতুন বাইক ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যে এই বাইক পরীক্ষার জন্য সড়কে চলাচল করছে। যদিও মডেল দুটির মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য বর্তমান।
নয়া বাইকটির হেডলাইট, ক্যামোফ্লেজে মোড়ানো ফুয়েল ট্যাঙ্ক এবং সিঙ্গেল পিস সিট এইএচএফ ডনের সঙ্গে অনুরূপ হলেও পেছনের দুপাশের নকশা সামান্য ভিন্ন। পুরনো ডনে উপস্থিত টিউবুলার গ্র্যাবরেলটি এবারে স্লিক ডিজাইন পেতে চলেছে। আবার স্পোক হুইলের বদলে থাকছে অ্যালয় হুইল।
যদিও বাইকটির টেললাইট, উন্মুক্ত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সাইড প্যানেল এবং স্লোপার ইঞ্জিন ডনের ন্যায় দেখতে। ডনে ছিল একটি ৯৭.২ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনের আউটপুট ৮.২ বিএইচপি এবং ৮ এনএম টর্ক। এই ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত রয়েছে ফোর স্পিড গিয়ারবক্স।
হিরো মোটোকর্পের আপকামিং বাইকে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার স্প্রিংয়ের দেখা পাওয়া গেছে। আবার রয়েছে ফ্রন্ট ও রিয়ার ড্রাম ব্রেক এবং অ্যালয় হুইল।
এই বাইকের দাম সাধ্যের মধ্যেই থাকবে বলে আশা করা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।