বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হিরোর জনপ্রিয় স্পোর্টস বাইক কারিজমা এক্সএমআর-এর নতুন এডিশন বাজারে এলো। এর নাম কমব্যাট এডিশন। স্ট্যান্ডার্ড কারিজমা এক্সএমআর-এর তুলনায় কমব্যাট এডিশনে বেশ কিছু আপগ্রেড দেখা যাবে। প্রধান পরিবর্তনগুলির মধ্যে রয়েছে নতুন গ্রে পেইন্ট স্কিম যার সঙ্গে আকর্ষণীয় হলুদ অ্যাকসেন্ট যুক্ত করা হয়েছে।
এই নতুন রঙের সংযোজন বাইকটির স্পোর্টি লুককে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তাছাড়া, এই কমব্যাট এডিশনে সোনালি রঙের আপসাইড-ডাউন (ইউএসডি) ফ্রন্ট ফর্ক দেওয়া হয়েছে, যা সাধারণ মডেলের টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কের তুলনায় উন্নত পারফরম্যান্স দেবে।
হিরো কারিজমা এক্সএমআর কমব্যাট এডিশনে সংযোজন করা হয়েছে নতুন টিএফটি (টিএফটি) ডিসপ্লে, যা বাইকটির ফিচারের তালিকায় একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড। এটি একটি অত্যাধুনিক ডিজিটাল স্ক্রিন হতে পারে। এটি উন্নত ইনফরমেশন ডিসপ্লে ও স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা দিতে পারে।
যদিও বাইকের রঙ এবং কিছু হার্ডওয়্যারে পরিবর্তন আনা হয়েছে, তবে ইঞ্জিন এবং অন্যান্য মেকানিক্যাল স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড মডেলের মতোই থাকছে।
হিরো কারিজমার কমব্যাট এডিশনে রয়েছে ২১০ সিসির লিকুইড কুলড ইঞ্জিন, যা আনুমানিক ২৫ বিএইচপি শক্তি এবং ২০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে ছয়-গিয়ারবক্স ট্রান্সমিশন অপরিবর্তিত থাকবে। এছাড়া, বাইকের প্রোজেক্টর এলইডি হেডলাইট, অ্যাঙ্গুলার বডি প্যানেল, ব্রেকিং সিস্টেম, চাকা ও টায়ারও স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে একই রকম রাখা হয়েছে।
বর্তমানে হিরো কারিজমা এক্সএমআর এক্স-শোরুম মূল্য ভারতে ১.৮১ লাখ রুপি। তবে নতুন কমব্যাট এডিশনের আপগ্রেডেড হার্ডওয়্যার ও ফিচারের কারণে এর মূল্য উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। যদিও সঠিক দাম এখনও ঘোষণা করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।