বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগস্ট মাস, বাইকপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একের পর এক সুখবর। বহুদিন বাদে ফিরছে Hero Karizma। একসময় স্টাইলিশ বাইকের মধ্যে নজরকাড়া ছিল Hero Karizma-র মডেলগুলি। পরের মাসেই সেই সিরিজের নতুন বাইক লঞ্চ করতে চলেছে হিরো। ২৯ অগস্ট Hero Karizma XMR 210 লঞ্চ হবে ভারতের বাজারে।
Hero Karizma XMR 210 কী কী ফিচার্স থাকছে? এই বাইকে ২১০ সিসির ইঞ্জিন থাকছে। যা সর্বোচ্চ ২৫ বিএইচপি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি এই Hero Karizma XMR 210-এ থাকছে ডুয়েল চ্যানেল এবিএস-এর সুবিধা।
এ তো গেল ইঞ্জিনের কথা। তাছাড়াও বাইকে রয়েছে একাধিক ফিচার্স যা বাইকপ্রেমীদের আকর্ষণ করবে। বাইকে থাকছে স্মার্টফোন কানেক্টিভিটি। এছাড়াও থাকছে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি ইন্ডিকেটর।
একটানা ১৮ বছর ধরে ঘুমন্ত সৌদি রাজপুত্র, বাবার আশা ছেলে আবার জেগে উঠবে
শোনা যাচ্ছে, এই বাইকটি হিরো মোটোকর্পের সবচেয়ে দামি মডেল হতে চলেছে। দেড় লাখ থেকে ১ লাখ ৮০ হাজারের মধ্যে দাম থাকতে পারে Hero Karizma XMR 210-এর। অগস্ট মাসে আরও বেশ কয়েকটি বাইক লঞ্চ করার কথা আছে। এখন দেখার প্রিবুকিং শুরু হলে, কে কাকে টক্কর দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।