কমমূল্যে সেরা বাইক লঞ্চ করল হিরো, দুর্দান্ত সব সুবিধার সাথে থাকছে ৪৪০ সিসি ইঞ্জিন

Hero Mavrick 440

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রয়্যাল এনফিল্ড, হার্লে-ডেভিডসনকে জোরদার টক্কর দিতে এন্ট্রি নিল হিরো ম্যাভরিক। গত মাসেই বাইকের ফার্স্ট লুক প্রকাশ করেছিল হিরো মটোকর্প। ফেব্রুয়ারিতে দাম ঘোষণা করা হবে এমনটা জানানো হয়েছিল। সেই মতো নির্ধারিত সময়েই লঞ্চ হয়ে গেল বহু প্রতীক্ষিত হিরো ম্যাভরিক 440। 2 লাখ টাকা দাম রাখা হয়েছে বাইকের। এটি কেনার পরিকল্পনা করলে খুঁটিনাটি জেনে নিন।

Hero Mavrick 440

ছক ভেঙে দুরন্ত বাইক নিয়ে হাজির হিরো। একেবারে 440 সিসির শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে এতে। নামও বেশ ইউনিক, হিরো ম্যাভরিক। এদিন সেই বাইক অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল ভারতে। দাম শুরু 2 লাখ টাকা থেকে। গত মাসে Hero Xtreme 125R মোটরবাইকের সঙ্গে এই মডেল উন্মোচন করে সংস্থা।

ফেব্রুয়ারিতে দাম ঘোষণা করা হবে এমনটা জানিয়েছিল হিরো মটোকর্প। সেই মতো ভ্যালেনটাইন্স ডে’র মতো বিশেষ দিনে ম্যাভরিকের আনুষ্ঠানিক সূচনা করল হিরো। আগামীদিনে আপনারও যদি মোটরসাইকেলটি কেনার পরিকল্পনা থাকে তাহলে দাম ও স্পেসিফিকেশন জেনে নিন।

হিরো ম্যাভরিক দাম : তিনটে ভ্যারিয়েন্ট রয়েছে বাইকের। বেস মডেলের দাম 1.99 লাখ টাকা। মিড ভ্যারিয়েন্টের দাম 2.14 লাখ টাকা এবং টপ মডেলের দাম 2.24 লাখ টাকা। সমস্ত মূল্য এক্স-শোরুম। বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য রাখা হয়েছে 5,000 টাকা। বাইকের ডেলিভারি শুরু হবে 15 এপ্রিল থেকে।

কোম্পানি জানিয়েছে, 15 মার্চ, 2024 এর আগে যারা বুকিং করবেন তাদের 10,000 টাকা মূল্যের মার্চেন্ডাইস এবং অ্যাক্সেসরিজ বিনামূল্যে দেওয়া হবে। বাজারে বাইকের যে প্রতিপক্ষ রয়েছে তাদের দাম।