এক চার্জেই চলবে টানা ১০৮ কিমি, বাজার কাঁপাতে এলো নতুন ই-স্কুটার

ই-স্কুটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে যত দিন যাচ্ছে ততই নতুন নতুন জিনিসের উদ্ভব হচ্ছে। যেমন আগে বৈদ্যুতিক স্কুটারের তেমন রমরমা ছিল না। কিন্তু বর্তমানে বিভিন্ন সংস্থা বৈদ্যুতিক স্কুটারে যোগ করছে এমন এমন ফিচার্স যা পেট্রোল চালিত স্কুটারকে পিছনে ফেলে দিতে পারে। তাই সারাজীবন নিশ্চিন্ত হওয়ার জন্য ভারতের অনেকেই বেছে নেন বৈদ্যুতিক স্কুটার।

ই-স্কুটার

তেমনই ওলা বৈদ্যুতিক স্কুটারের জনপ্রিয়তা বেশ ভালোই। বর্তমানে এই স্কুটার রাস্তায় বেশ দেখা যায়। এবার ওলাকে টেক্কা দিতে বাজারে আসতে চাইছে নতুন স্কুটার Hero Photon Electric। হিরো-এর এই নতুন স্কুটারের ব্যাটারিতে রয়েছে ১২০০ ওয়াট নূন্যতম শক্তি ও ১৮০০ ওয়াট সর্বোচ্চ শক্তি। এর সঙ্গে রয়েছে ১০৮ কিলোমিটার মাইলেজ যা সকলকে স্কুটারটির প্রতি আরও বেশি করতে আকৃষ্ট করতে পারে।

লম্বা সফরের জন্য এই স্কুটারটি বেশ নির্ভরশীল হতে পারে। এছাড়া রয়েছে দুর্দান্ত স্টাইল ও আরামদায়ক রাইডিং-এর সুযোগ। আধুনিক ও ক্লাসিক লুকে এটি হয়ে উঠেছে আকর্ষণীয়। হিরো বৈদ্যুতিক ফোটন গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় ৪৫ কিলোমিটার। স্কুটারে রয়েছে ১.৮৭ কিলোওয়াট ব্যাটারি।

শ্রীদেবী যে বিষয়ে জাহ্নবীকে আগেই সাবধান করেছিলেন

ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৫ ঘন্টা। সম্পূর্ণ চার্জ হলে স্কুটারটি ১০৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি দুর্দান্ত মাইলেজ নিয়ে গঠিত Hero Photon Electric স্কুটারের দাম ১,১০,০০০ টাকা থেকে শুরু। তাই পরিবেশ বান্ধব এই স্কুটারটি কিনতে আর বেশি দেরি করবেন না।