বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। Ather, komaki, Cyborg ইত্যাদি অনেক ব্র্যান্ড এই ইলেকট্রিক স্কুটারের বাজারে জমিয়ে ব্যবসা করছে। কিন্তু সম্প্রতি ভারতীয় গ্রাহকরা, ভারতের বেস্ট সেলিং বাজেট মূল্যের বাইক হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে আশা প্রকাশ করেছেন।
সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের Hero Splendor বাইকটি ব্যাপক জনপ্রিয়। এই বাইকের দাম যেমন কম, ঠিক তেমনই মাইলেজ দেয় অনেকটাই।আসলে বর্তমানে একদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে পরিবেশের কথা খেয়াল করে নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রিক বাইক বা স্কুটি কেনার। এই সময় যদি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড
Hero MotoCorp তাঁদের ইলেকট্রিক বাইক লঞ্চ করে তাহলে তা প্রচন্ড জনপ্রিয় হতে বাধ্য। আর এমনিতেই ভারতের বাজারে Splendor এর ব্যাপক সুনাম রয়েছে। তবে তা লঞ্চ করার আগে আপনি এখনই একটি ইলেকট্রিক কিটের মাধ্যমে আপনার পুরনো Splendor বাইককে ইলেকট্রিক বাইকে রূপান্তর করতে পারেন।
সম্প্রতি GoGoA1 নামক এক কোম্পানি হিরো স্প্লেন্ডার বাইকের ইলেকট্রিক কিট তৈরি করেছে, যা আপনার সাধারন বাইককে ইলেকট্রিক বাইকে পরিনত করবে। এই ইলেকট্রিক হিরো স্প্লেন্ডার বাইকটি প্রায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম হবে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, আপনি ১৫১ কিলোমিটার অব্দি বাইক চালাতে পারবেন। এই ইলেকট্রিক কিটে ২০০০ ওয়াটের একটি ব্রাশহীন মোটর দেওয়া হবে যা ৬৩ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এছাড়া ৭২V ৪০Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হবে।
এরপর আসা যাক, এই ইলেকট্রিক কিট লাগানোর দামের সম্বন্ধে। বর্তমানে এই কিটের দাম ৫৫ হাজার ৬০৬ টাকা। সেইসাথে আপনি GoGoA1 ব্যাটারি সোয়াপিং সিস্টেম নিতে পারেন। সম্পূর্ণ ব্যাটারিপ্যাক ইন্সটল করতে ৯০-৯৫ হাজার টাকা খরচ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।