মাত্র ২৫ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন হিরো স্প্লেন্ডার ব্ল্যাক এডিশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হিরো স্প্লেন্ডার ব্ল্যাক এডিশন বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য। বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে।

হিরো স্প্লেন্ডার ব্ল্যাক

আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির হিরো স্প্লেন্ডার ব্ল্যাক এডিশন বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।

এই হিরো স্প্লেন্ডার ব্ল্যাক এডিশন বাইকটির এক্স শোরুম মূল্য ৭২,৪০০ টাকা। তবে এই বাইকটির দাম রেজিস্ট্রেশন, বীমা ইত্যাদি নিয়ে প্রায় ৮৬ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়। এই বাইকটির জনপ্রিয়তা তরুণদের মধ্যে ব্যাপক। কম দামের মধ্যে ব্যাপক মাইলেজ দেয় এই বাইক। তবে আপনার কাছে যদি এই মুহূর্তে ৮০ হাজার টাকার কাছাকাছি টাকা না থাকে, তাহলেও এই বাইক আপনি কিনতে পারবেন। কিন্তু কি করে? জানতে এই প্রতিবেদনটির শেষ অংশটি অবশ্যই পড়ুন।

যদি আমরা ডাউন পেমেন্ট প্ল্যানের কথা বলি, তাহলে আপনাকে ২৫ হাজার টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট দিতে হবে। এরফলে আপনার ঋণের পরিমাণ ৬১ হাজার টাকা হয়ে যাবে। যদি আমরা ১২ শতাংশ অনুযায়ী দেড় বছরের মাসিক কিস্তি নিই, সুদ তাহলে প্রতিমাসে ৪ হাজার টাকা হয়ে যায়।

রূপে ও গুনে অভিনেত্রীদেরও টেক্কা দিবে ইরফান পাঠানের স্ত্রী, দেখুন ভাইরাল ছবি

২ বছরের জন্য আপনার মাসিক কিস্তি ৪১০০ টাকা এবং ৩ বছরের জন্য ২৩০০ টাকা মাসিক কিস্তিতে পরিণত হবে। আপনি যদি বাজেট মূল্যের একটি বাইক কিনতে চান, তাহলে এই Hero Splendor ব্ল্যাক এডিশন বাইকটি আপনার বেস্ট অপশন হতে পারে।