বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হিরো কম দামে দুর্দান্ত ফিচার অফার করার জন্য ইতিমধ্যেই ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর এই কারণের জন্যই Hero ভারতের সবচেয়ে বড় বাইক বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে। ফলস্বরূপ Hero Splendor Plus মডেলটি ভারতে মাসে দু-লাখের বেশি ইউনিট বিক্রি হচ্ছে। এখন কানাঘুসো শোনা যাচ্ছে, সংস্থাটি খুব শীগ্রই Hero Splendor Plus 150cc ভেরিয়েন্ট টিকে আত্মপ্রকাশ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সংস্থাটি তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে Hero Splendor Plus মডেলটিকে আপগ্রেড করতে চলেছে। যদিও এ ব্যাপারে Hero -র তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো কিছুই প্রকাশ করা হয়নি। এখন অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে, Hero Splendor যদি সত্যিই 150cc সেগমেন্টে নিয়ে আসে, সেক্ষেত্রে বাইকটিতে কি কি বৈশিষ্ট্য দেখা যাবে? আর কথা না বাড়িয়ে চলুন তা এক ঝলকে দেখে নেওয়া যাক।
হিরো মাত্র কিছুদিন আগে তাঁদের অন্যতম জনপ্রিয় মডেল Xtreme 160 টিকে লঞ্চ করেছিল। বিশেষজ্ঞদের দাবি, নতুন Splendor 150cc ভেরিয়েন্টেও Xtreme 160 র মতো ইঞ্জিন দেখা যাবে। সুতরাং এই মডেলটিতে ইঞ্জিন আপডেট হওয়ার সাথে সাথে স্পিডেও বৃদ্ধি দেখা দেবে। তবে, সে ক্ষেত্রে মাইলেজ খানিকটা কম দেবে বলে মনে করা হচ্ছে। তবে সব থেকে বড় খবরটি হল, এই ইঞ্জিনটিতে এয়ার কুলিং প্রযুক্তি দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
Hero Splendor Plus 150cc Specifications
বিশেষজ্ঞদের দাবি, Hero Splendor Plus 150cc বাইকটিতে একাধিক উন্নত ফিচার লক্ষ্য করা যাবে। এই মডেলটিতে ইউএসবি চার্জিং পোর্ট, এবিএস সিস্টেম, ফুয়েল গেজ, এলইডি টেল লাইট, এলইডি হেডলাইট, ডিজিটাল স্পিডোমিটার, স্ট্যান্ড ইন্ডিকেটর, ইঞ্জিন অন অফ বাটন ছাড়াও একাধিক ফিচার যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
Hero Splendor Plus 150cc Price
এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে Hero Splendor Plus এর নতুন সেগমেন্টের দাম এক লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।