বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুটি বাইকেই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। ভারতের বাজারে দুটি বাইকই একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী। তবে, দুটি বাইকের মধ্যে কোন বাইকটি কিনবেন সেই সিদ্ধান্তে পৌঁছতে অনেক সময়ই দ্বন্দ্বে থাকেন গ্রাহকরা।
ভারতের বাইক বাজারে বেশ কয়েকটি সেগমেন্টের বাইক বিক্রি হয়। মূলত তিনটি সেগেমেন্টের বাইক খুবই জনপ্রিয় দেশের বাজারে। এর মধ্যে কমিউটার সেগমেন্টের বাইকই সবচেয়ে বেশি বিক্রি হয় দেশের বাজারে। এই সেগমেন্টের বেশির ভাগ বাইকই একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।
আজ এমন দুটি বাইকের কথা আপনাদের সামনে তুলে ধরব, যেগুলির চাহিদা সব চেয়ে বেশি। ১০০ সিসি বাইকের সেগমেন্টের এই দুই বাইকেই রয়েছে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি বেশ কিছু উন্নতমানের ফিচার।
একটি Bajaj Platina এবং অন্যটি Hero Splendor Plus। ভারতের বাজারে এই দুটি বাইকই একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী। এই দুই বাইকের মধ্যে কোন বাইকটি কিনবেন, তা নিয়ে অনেক সময়ই দ্বন্দ্বে থাকেন গ্রাহকরা। আর তাই আপনিও যদি আগামী কিছুদিনের মধ্যে একটি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
চলুন দেখে নেওয়া যাক, এই দুই বাইকের ইঞ্জিন থেকে শুরু করে লুক ও ফিচার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ইঞ্জিন : Bajaj Platina-তে আপনি পেয়ে যাবেন 102 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোকের এয়ার কুলড ইঞ্জিন। 7.9 BHP-র পাওয়ার ও 8.3 NM-এর টর্ক। অন্যদিকে, Hero Splendor Plus-এ আপনি পাবেন একটি 97.2 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনি পেয়ে যাবেন 7.91 BHP-র পাওয়ার ও 8.05 NM-এর টর্ক।
ফিচার : Bajaj Platina-তে অ্যানালগ স্পিডোমিটারের পাশাপাশি অ্যানালগ ট্যাকোমিটার পেয়ে যাবেন আপনি। এছাড়াও, রয়েছে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম ও হাইড্রোলিক টেলস্কোপিক সাস্পেনশন। অন্যদিকে, Hero Splendor Plus-এ আপনি পেয়ে যাবেন টেলিস্কোপিক হাইড্রলিক শক অ্যাবজরভার। এছাড়াও Platina-র মতোই এই বাইকেও আপনি পেয়ে যাবেন অ্যানালগ স্পিডোমিটার। তবে, Hero Splendor Plus-এ যেখানে আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক স্টার্টের অপশন, সেখানে বাজাজ প্ল্যাটিনাতে আপনি পাবেন কিক স্টার্ট। দুটি বাইকেই আপনি পেয়ে যাবেন অ্যালয় হুইলের অপশন।
মাইলেজ : Hero Splendor Plus বাইকে আপনি পাবেন প্রতি লিটারে 81 কিমির মাইলেজ। অন্যদিকে, Bajaj Platina-তে আপনি পাবেন প্রতি লিটারে 78 কিমির মাইলেজ। তবে, Bajaj Platina-তে যেখানে আপনি পেয়ে যাবেন ফুয়েল ইনজেকশন যুক্ত ইঞ্জিন, সেখানে Hero Splendor Plus-এ আপনি পাবেন একটি কার্বুরেটর ইঞ্জিন।
রঙ : Bajaj Platina-তে আপনি পেয়ে যাবেন লাল ও কালো, দুটি রঙের অপশন। অন্যদিকে, Hero Splendor Plus-এ আপনি পাবেন মোট 8টি রঙের অপশন।
দাম : ভারতের বাজারে Bajaj Platina-র দাম রাখা হয়েছে 64,538 টাকা। অন্যদিকে, Hero Splendor Plus-এর দাম শুরু হচ্ছে 70,936 টাকা থেকে। অন্যদিকে টপ মডেলের দাম রাখা হয়েছে 75,446 টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।