বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাইকটির দাম 1 লাখ টাকার কম। একদিকে স্পোর্টস বাইকের মতো তুখোড় ডিজাইন, আরেকদিকে কমিউটার মোটরসাইকেলের মতো দারুণ মাইলেজ। দুইয়ের মিশেলে দুরন্ত মোটরসাইকেল উপস্থিত করেছে হিরো মটোকর্প, যার নাম এক্সট্রিম 125R। জানুয়ারিতে লঞ্চ হয়েছে বাইক। বুকিং ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে।
ইতিমধ্যে শোরুমে ঢুকতে শুরু করেছে এক্সট্রিম সিরিজের সবথেকে সস্তা ও কম সিসি ইঞ্জিনের মডেল। এটি বলার কারণ, 160 সিসি এবং 200 সিসি ইঞ্জিনে ইতিমধ্যে রয়েছে এক্সট্রিম মডেল। তবে মধ্যবিত্ত ক্রেতাদের কথা ভাবে এদিন 125 সিসির বাইক লঞ্চ করেছে সংস্থা।
মাইলেজ ও স্পেসিফিকেশন জেনে নিন
হিরো মটোকর্পের দাবি অনুযায়ী, এতে 66 কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। অর্থাৎ বাইক চালালেও উচ্চ মাইলেজের তেল খরচ বাজেটের মধ্যেই থাকতে পারে। যদিও তা সম্পূর্ণ চালক ও রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করছে। উপরন্তু, বাইকে মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যা চট করে খুব একটা এই রেঞ্জের বাইকে দেখা যায় না।
124 সিসি ইঞ্জিন রয়েছে সঙ্গে 5 স্পিড গিয়ার। 10 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। একগুচ্ছ ফিচার্সও থাকছে। যেমন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল/SMS এলার্ট, নেভিগেশন, LED লাইটিং ইত্যাদি।
বাইকের দাম কত?
এখন প্রশ্ন হল বাইকটি কেনার জন্য কত টাকা খরচ করতে হবে? উত্তর হল 95,000 টাকা থেকে 99,500 টাকা (এক্স শোরুম)। তবে এই রেঞ্জে আরও কয়েকটি ভালো বিকল্প রয়েছে যেমন টিভিএস রেইডার, হিরো গ্ল্যামার, হন্ডা এসপি 125 এর স্পোর্টস এডিশন, হন্ডা সাইন, বাজাজ পালসার 125 ইত্যাদি। এগুলিও বিবেচনা করতে পারেন আপনি।
বুধবার, আরও একটি নতুন বাইকের আনুষ্ঠানিক সূচনা করেছে হিরো। যা আপনি মাত্র 5,000 টাকায় বুকিং করতে পারবেন। এটির নাম হিরো ম্যাভরিক 440। বাইকের দাম শুরু 2 লাখ টাকা থেকে। এটি মূলত তাদের জন্য যারা একটু বড় ইঞ্জিন, রোডস্টার বাইকের মতো ডিজাইন, চওড়া হ্যান্ডেলবার পছন্দ করেন।
পশ্চিমা দেশগুলোতে এই ধরনের বাইক খুব প্রচলিত। ভারতেও ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। শৌখিন বাইক-প্রেমীদের কাছে এই ধরনের টু হুইলার বেশ প্রাধান্য পায়। যেমন রয়্যাল এনফিল্ড, হার্লে-ডেভিডসন ইত্যাদি। এবার সেই বাজারে নতুন নাম হিরো মটোকর্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।