এ বছরের সেরা সেরা ৯টি বাইক, ৫ নম্বরটা দেখলে চোখ কপালে উঠবে আপনার

Hero-Xtreme-125r

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বছর না ঘুরতেই নতুন বাইক নিয়ে হাজির সংস্থাগুলি। দু-একটা নয়, গত মাসে লঞ্চ হয়েছে 9টি মোটরসাইকেল। ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দামি বাইকও রয়েছে। বাইক-প্রেমীদের জন্য গুচ্ছের বিকল্প হাজির করেছে অটোমোবাইল সংস্থাগুলি। এখান থেকে প্রয়োজনীয়তা এবং পছন্দ অনুযায়ী সেরা মোটরসাইকেল বেছে নিতে পারেন। চলে আসুন নতুন ৯টি বাইক ও তার দাম দেখে নেওয়া যাক।

Hero Xtreme 125r

প্রথম যে মোটরসাইকেলের কথা বলতেই হয় তা হল রয়্যাল এনফিল্ড শটগান। গত বছরই এই বাইকের ইঙ্গিত দিয়েছিল সংস্থা। দারুণ লুক এবং 640 সিসির দমদার ইঞ্জিনের সঙ্গে বাজারে এসেছে এই মোটরসাইকেল। যার দাম রাখা হয়েছে 3.59 থেকে 3.73 লাখ টাকা (এক্স-শোরুম)।

দ্বিতীয় বাইকটি হল রিভোল্ট RV400 BRZ। এটি ইলেকট্রিক মোটরসাইকেল। যার ফুল চার্জে রেঞ্জ 150 কিলোমিটার। 4 ঘণ্টা 30 মিনিট সময় নেয় ফুল চার্জ হতে। ভারতে বাইকের দাম রাখা হয়েছে 1.38 লাখ টাকা (এক্স-শোরুম)।

তিন নম্বরে রয়েছে কাওয়াসাকি এলিমিনেটর। 450 সিসি ইঞ্জিনের দুরন্ত ক্রুজার মডেল। আকর্ষণীয় ডিজাইন সঙ্গে দারুণ ব্রেকিং ও ফিচার্স। কাওয়াসাকি এই বাইক গত বছর উন্মোচন করেছিল। জানুয়ারিতে অফিশিয়ালি ভারতে লঞ্চ হয়েছে। বাইকের দাম 5.62 লাখ টাকা (এক্স-শোরুম)।

পরের বাইকটি নতুন না হলেও আপডেটেড ভার্সন। গত মাসে নয়া লুকে হাজির হয়েছে জওয়া 350। নতুন পেইন্ট ফিনিশ এবং ইঞ্জিনের সঙ্গে রয়্যাল এনফিল্ডকে জোরদার টেক্কা দিয়েছে এই মোটরসাইকেল। যা কিনতে খরচ করতে হবে 2.15 লাখ টাকা (এক্স-শোরুম)।

পঞ্চম বাইক হল বিদেশী কোম্পানি হাস্কভার্ণা ভার্টপিলেন 401। মারকাটারি লুক, দারুণ গতি। কেটিএমকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে এই মোটরসাইকেল। ডুয়াল চ্যানেল ABS, এলসিডি ডিসপ্লে-সহ গুচ্ছের ফিচার্স রয়েছে। বাইকের দাম 2.92 লাখ টাকা।

6 নম্বরে যে বাইক রয়েছে তার নাম নতুন হিরো এক্সট্রিম 125R। ফাটাফাটি ডিজাইন এবং ইঞ্জিন-ফিচারের সঙ্গে বাজার কাঁপিয়ে দিয়েছে এই মোটরসাইকেল। রয়েছে ABS এর মতো সুবিধা। মিলবে ব্লুটুথ কানেক্টিভিটিও। বাইকের দাম রাখা হয়েছে 95,000-99,500 টাকা (এক্স-শোরুম)।

সপ্তম বাইক হল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হন্ডা NX500। 17.5 লিটার ফুয়েল ট্যাংক রয়েছে বাইকে। যারা লং ট্যুরে যান তাদের জন্য দারুণ বিকল্প। দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে বলে দাবি কোম্পানির। বাইকের দাম 5.90 লাখ টাকা।

তালিকায় শেষ দুটি টু হুইলার হল ইলেকট্রিক স্কুটার। আজকাল বাইকের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ইলেকট্রিক স্কুটার। প্রথম মডেল হল বাজাজ চেতক প্রিমিয়াম। যার রেঞ্জ 127 কিলোমিটার। এবং দাম 1.35 লাখ টাকা।

মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় মডেল হল আথার 450 অ্যাপেক্স। গত মাসে এই নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে আথার এনার্জি। এই ইলেকট্রিক স্কুটার ফুল চার্জে যেতে পারে 157 কিলোমিটার। স্কুটারের দাম রাখা হয়েছে 1.89 লাখ টাকা (এক্স-শোরুম)।