বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের বাজার কাঁপাতে Hero MotoCorp এবার লঞ্চ করল Hero Xtreme-এর অত্যাধুনিক প্রো-ভ্যারিয়েন্ট Xtreme 160R 4V। যা আগের সংস্করণের চেয়ে উচ্চ-ক্ষমতা সম্পন্ন এবং আরও আপডেটেড। জানা গিয়েছে, এই বাইকটির মূল্য আগের এক্সট্রিমের প্রিমিয়াম ভ্যারিয়েন্টের থেকে ২০০০ টাকা বেশি। এই বাইকটিতে থাকছে একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্যাবলী, যা নিশ্চিতভাবেই রাইডারদের নজর কাড়বে।
কী-কী রয়েছে এই বাইকটিতে?
বলা যেতে পারে যে, বাইকের চেহারার দিক থেকে আগের ভ্যারিয়েন্টটির তুলনায় এই নতুন ভ্যারিয়েন্টটির কিছু ছোটোখাটো পরিবর্তন হলেও বিশেষ কিছু পরিবর্তন হয়নি। ২০২৪ এর এই সংস্করণটি একটি নিম্ন এবং ফ্ল্যাটার পিলিয়ন সিট দিয়ে সজ্জিত। এই বাইকটি আগের স্প্লিট ডিজাইনের পরিবর্তে একক-সিটের কনফিগারেশনে উপলব্ধ। এই বাইকে একটি নতুন টেললাইটও রয়েছে, যা আগের চেয়ে অধিক মসৃণ। বাইকটিতে ৩০% বেশি উজ্জ্বলতাসহ একটি নতুন দুর্দান্ত স্পিডোমিটারও রয়েছে। এছাড়াও, এই বাইকটিতে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যা বাইকটিতে ০-৬০ কিমি/ঘন্টা স্পিডের স্প্রিন্ট রেকর্ড করার জন্য একটি ড্র্যাগ টাইমার রয়েছে।
বাইকটিতে আছে ১৬৩.২সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন। এরই সাথে বাইকটিতে আছে ১৬.৬ হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ৫ স্পিড গিয়ার ট্রান্সমিশন, যা ১৪.৬Nm শক্তি উৎপন্ন করে। সাসপেনশনের জন্য, বাইকটিতে USD ফর্ক এবং প্রিলোড-অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে। Xtreme 160R-এর সামনে ও পিছনে উভয় দিকেই সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটিতে 17-ইঞ্চি অ্যালয় হুইল সহ সামনে 100/80-R17 ও পেছনে 130/70-R17 সেকশন টায়ার রয়েছে।
সংস্থা সূত্রে খবর, 2024 Hero Xtreme 160R ভারতীয় বাজারে ১.৩৯ লক্ষ টাকায় পাওয়া যাবে। বাইকটি TVS Apache RTR 160 4V , Honda SP160 , Yamaha FZS Fi V4 , এবং Bajaj Pulsar NS160 – এর সাথে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।