বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে লঞ্চ হয়ে গেল নতুন মোটরসাইকেল Hero Xtreme 200s 4V। নতুন রং, দারুণ ইঞ্জিনের সঙ্গে শক্তিশালী অবতারে বাজারে এন্ট্রি নিল এই বাইক। এই বাইকের আগের যে এডিশন বিক্রি হত তার থেকে অনেক নতুন সুবিধা যোগ হয়েছে দু চাকায়। তরুণ বাইকারদের চাহিদার কথা মাথায় রেখে গোটা মোটরবাইক সাজিয়েছে হিরো।
কিছুদিন আগেই Hero Xtreme 160R 4V লঞ্চ হয় দেশে। সেই বাইক লঞ্চের রেশ না কাটতেই নতুন বাইক নিয়ে হাজির ভারতে বৃহত্তম টু হুইলার সংস্থা। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের কাছে Xtreme সিরিজ আরও শক্তিশালী করে তুলতে পর পর বাইকে লঞ্চ করে চলেছে হিরো।
Hero Xtreme 200S 4V- এ নতুন কী?
দৃশ্যমান্যতার জন্য এতে যোগ করা হয়েছে LED হেডলাইট। থাকছে ডুয়াল টোন এবং স্পোর্টি গ্রাফিক্স, এ ছাড়া চমক হিসাবে থাকছে স্প্লিট হ্যান্ডেলবার। বাইকে ইঞ্জিন রয়েছে 200 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ অয়েল কুল্ড ইঞ্জিন। যা সংস্থার দাবি অনুযায়ী, 6 শতাংশ বেশি শক্তি এবং 5 শতাংশ অতিরিক্ত টর্ক তৈরি করবে।
এই বাইকের ইঞ্জিন সর্বাধিক 18.8 ব্রেক হর্সপাওয়ার এবং 17.35 এনএম টর্ক তৈরি করতে পারে সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। বাইকে রয়েছে রিয়ার টায়ার Hugger। বেশ কিছু স্মার্ট ফিচার্সও যোগ করা হয়েছে যেমন স্মার্টফোন কানেক্টিভিটি এবং ব্লুটুথ কানেকশন ও টার্ন-বাই-টার্ন নেভিগেসন।
ব্লুটুথ কানেকশন থাকায় কল এবং SMS এলার্ট পাবেন রাইডাররা। শহরের পাশাপাশি অফ-রোডিংও করা যাবে এমনও ডিজাইন রাখা হয়েছে বাইকে। এ ছাড়া মিলবে LED হেডলাইট, LED DRL এবং LED টেললাইট ও LCD ইনস্ট্রুমেন্ট কনসোল। যেখানে ট্রিপমিটার, স্পিডোমিটার সংক্রান্ত একাধিক তথ্য দেখতে পাবেন।
বাইকের সাসপেনশনের ক্ষেত্রে রয়েছে টেলিস্ক্পিক ফ্রন্ট ফর্ক এবং 7 স্টেপ অ্যাডজাস্টেবেল মনোশক। উল্লেখ্য Xtreme 160R 4V-তে USD ফর্ক যোগ করেছিল হিরো। তাই এ ক্ষেত্রে একটু হতাশ হতে পারেন বাইক-প্রেমীরা। ব্রেকিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমই রাখা হয়েছে।
নতুন Hero Xtreme 200S 4V এর দাম রাখা হয়েছে 1.41 লাখ টাকা (এক্স-শোরুম)। বাজারে এই মোটরসাইকেল মুন ইয়েলো, প্যান্থার ব্ল্যাক মেটালিক এবং স্টিলথ এডিশন – এই 3টি রংয়ে পাওয়া যাবে। ভারতে এই বাইকের সঙ্গে যাদের টক্কর হবে তারা হল Yamaha R15 S, Suzuki Gixxer SF এবং TVS Apache RTR 200 4V।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।