আমি ‌‘না’ বলতেই পারি

সুনেরাহ বিনতে কামাল

সুনেরাহ বিনতে কামাল: আমার কোনো চিত্রনাট্য ভালো না লাগলে আমি ‌‘না’ বলতেই পারি। এটি আমার ব্যক্তিগত পছন্দ। গল্প যথেষ্ট ভালো হতে পারে কিন্তু চরিত্রটি পর্দায় রূপায়ন করার তাগিদ আমি নাও অনুভব করতে পারি। কাজটি না করা মানে এই না যে আমার সম্পর্কে উল্টোপালটা কথা বলার অধিকার আমি আপনাকে দিয়েছি।

হতে পারে আমি ছোট, আপনি এই শিল্পের অনেক বড় কিছু। তাহলে তো বোঝা উচিত, আপনি এগুলো করে নিজেকে ছোট করছেন।
সুনেরাহ বিনতে কামাল
আমি একজন নবীন অভিনয়শিল্পী, কষ্ট হলেও বেছে কম কাজ করি। আমার অনুরোধ, আমাকে নিরুৎসাহিত করবেন না দয়া করে। কোনো ভুল মনে হলে আমাকে বলবেন, অন্যদেরকে না। ক্ষমা করবেন।
আমরা বড়দের সম্মান করি। আশা করি, আপনি সেই সম্মান ধরে রাখতে জানবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

জটিল রোগে আক্রান্ত জাস্টিন বিবার