আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দখলদার শত্রুরা যেন হিজবুল্লাহর ধৈর্যের পরীক্ষা না নেয়।
তিনি বলেন, ‘আমরা ইসরাইলি শত্রুকে সতর্ক করে দিচ্ছি, আমাদের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না’।
হিজবুল্লাহ প্রধান শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।
তিনি এ সময় লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি দৃঢ় অবস্থান নিতে হবে এবং জায়োনিস্ট শত্রু দ্বারা সংঘটিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শতাধিক ঘটনার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।
এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসকে অভিনন্দন জানান হিজবুল্লাহর মহাসচিব। নাইম কাসেম বলেন, ‘হামাসসহ প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং ফিলিস্তিনি জনগণ ইসরাইলের বড় পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। আমরা ফিলিস্তিনি জনগণ এবং হামাসকে এই যুদ্ধবিরতি চুক্তির জন্য অভিনন্দন জানাই। এটি হামাসের দৃঢ়তাকেই প্রদর্শন করেছে। সংগঠনটি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। তবে শত্রুরা তাদের ইপ্সিত ফলাফল অর্জন করতে পারেনি’।
দখলদার শাসনের মধ্যে মতভেদ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এর একমাত্র সমাধান হলো- ফিলিস্তিনি ভূখণ্ডকে তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া।
এদিকে অবরুদ্ধ গাজায় গত ১৫ মাসের বেশি সময় ধরে চালানো যুদ্ধে ইসরাইলি বাহিনী ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে ১,১০,৪৫৩ জনেরও বেশি।
এহেন পরিস্থিতিতে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে।
দীর্ঘ ছয় ঘণ্টার বৈঠকের পর ইসরাইলি মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। শনিবার নেতানিয়াহুর অফিস এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, যুদ্ধবন্দিদের ফেরত আনার কাঠামো মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং এর কার্যকারিতা রোববার থেকে শুরু হবে। সূত্র: মেহের নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।