ইসরায়েলে ১৫০ রকেট ছুড়ল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : এক ঘণ্টার মধ্যে ইসরায়েলের ওপর ১৫০টি রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় একজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) তুর্কি গণমাধ্যম আনাদুল এজেন্সি এ তথ্য জানায়।

ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, শুক্রবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের সামরিক অঞ্চল ও বসতিগুলিতে লক্ষ্য করে হিজবুল্লাহ ১৫০টি রকেট ছুড়েছে। যার মধ্যে গ্যালিলি ও গোলান হাইটসে প্রায় ১৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

হিজবুল্লাহর মতে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের ১৮৮তম আর্মার্ড ব্রিগেডের সদর দফতর, যা ইসরাইলের উত্তর কমান্ডের অধীনে কাজ করে।

ফিলিস্তিনি জনগণের বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের সমর্থনের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর সবশেষ হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য এ আক্রমণ চালানো হয়েছে বলেও জানায় হিজবুল্লাহ।

আর্মি রেডিও পরে জানায়, উত্তর ইসরাইলের মাউন্ট মেরন এলাকায় অতি সম্প্রতি ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই খোলা জায়গায় পড়েছে।

এই হামলার হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে, শঙ্কা রয়েছে যুদ্ধের।

এর জবাবে ইসরায়েল কামান দিয়ে দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় গোলাবর্ষণ শুরু করেছে বলে জানায় ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ।