আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া সোমবার (২২ এপ্রিল) হিজবুল্লাহর এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের হানিতা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা করেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে এ হামলা করা হয়েছে।
লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী ঘোষণা দিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের হত্যা ও ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা চলবে।
এর আগে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে, তারা একটি অত্যাধুনিক ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটিকে ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর দাবি, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ওই ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় হেরমেস ৪৫০ মডেলের ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।