আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে ভারত সরকার স্যামসাং বিশেষ করে এর গ্যালাক্সি সিরিজের ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা জারি করেছে। নতুন ও পুরনো উভয় ডিভাইসের একাধিক দুর্বলতার তথ্য সামনে এনেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি-ইন) নিরাপত্তা উপদেষ্টা। খবর এনডিটিভি।
গত বুধবার জারি হওয়া সতর্ক বার্তায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে ‘উচ্চ-ঝুঁকি’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর সমাধানে স্যামসাং ফোনের অপারেটিং সিস্টেম (ওএস) বা ফার্মওয়্যার অবিলম্বে হালনাগাদ করার ওপর জোর দেয়া হচ্ছে।
সিইআরটি বলছে, স্যামসাং ডিভাইসে একাধিক দুর্বলতা পাওয়া গেছে। যার মাধ্যমে অনুপ্রবেশকারী কার্যকরী সুরক্ষা বিধিনিষেধ বাইপাস করে সংবেদনশীল তথ্যে প্রবেশ ও সিস্টেমে নির্বিচারে কোড ব্যবহার করতে পারবে।
প্রতিবেদন অনুসারে, অ্যান্ড্রয়েড সংস্করণ ১১ থেকে ১৪ ব্যবহার হচ্ছে এমন ডিভাইসগুলো সংবেদনশীল অবস্থায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে ওই দুর্বলতাগুলোকে ডিভাইসের নিরাপত্তা দেয়ালে দুর্বল দাগ হিসেবে চিহ্নিত করা হয়। সাইবার আক্রমণকারী এর মাধ্যমে ফোনের গোপন কোড চুরিসহ পুরো সিস্টেম হাতিয়ে নিতে পারে। যেকোনো তথ্য নিজের কবজায় নেয়ার পাশাপাশি মোবাইলটি নিজের ইচ্ছায় পরিচালনা করতে পারবে।
অপারেটিং সিস্টেম ও ফার্মওয়্যার অবিলম্বে আপডেট না করলে স্যামসাংয়ের মডেলগুলো ঝুঁকিপূর্ণ থেকে যাবে। বিষয়টি সমাধানে স্যামসাংয়ের পক্ষ থেকে দ্রুত সাড়া পাওয়া গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহারকারীদের ফোন আপডেট করে নিতে বলছে এ টেক জায়ান্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।