বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে এলো হাইস্পিডের হাই-পারফরমেন্সের ইলেকট্রি বাইক। এই বাইকের মডেল ওয়ারিভো স্ট্রোমার। এই বাইকে দেওয়া হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। যার ক্যাপাসিটি ২.৫ কিলোওয়াট আওয়ার। এক চার্জে স্কুটারটি এক্সটেন্ডেড মাইলেজ অফার করছে।
স্কুটারের সর্বাধিক স্পিড প্রতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। যা রাইডিংয়ের জন্য যা দুরন্ত অভিজ্ঞতা দিতে পারে। মোট দুটি রাইডিং মোড রয়েছে স্কুটারের।
ওয়ারিভো স্ট্রোমার ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। দাম ৯২ হাজার ৪৯০ রুপি।
২০১৮ সাল ওয়ারিভো স্ট্রোমার প্রাইভেট লিমিটেড ইলেকট্রিক স্কুটার তৈরি করছে। তাদের নতুন স্কুটার ইকোনোমি মোডে ১০০ কিলোমিটার মাইলেজ দিতে পারে। পারফরম্যান্স মোড থাকলে স্কুটারটি পার চার্জে ৭৫ কিলোমিটার মাইলেজ দেয়।
ভেহিকলটিতে একাধিক অত্যাধুনিক ফিচার্স রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, অ্যান্টি-থেফট্ অ্যালার্ম সহযোগে সেন্ট্রাল লকিং, কিলেস এন্ট্রি, ফাইন্ড মাই স্কুটার ফাংশন, সিকিওর পার্কিং, ব্যাটারি ইনফর্মেশন ডিসপ্লে, ইউএসবি চার্জার পয়েন্ট, রিভার্স গিয়ার, টু-ওয়ে স্পিড কন্ট্রোল, সাইড স্ট্যান্ড সেন্সর এবং ডিসট্যান্স টু চার্জ ইন্ডিকেটর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।