জুমবাংলা ডেস্ক : ভুয়া ফেসবুক পেজ বন্ধসহ বেশ কয়েকটি বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেছেন ডা. মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
রবিবার (২৫ মে) হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় ডা. জাহাঙ্গীরের পক্ষে আইনজীবী মো. তারিকুল ইসলাম এ রিট করেন।
রিটে ভেরিফায়েড পেজটি পুনরায় চালু করা, ভুয়া পেজ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা এবং প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চাওয়া হয়েছে।
এর আগে, গত ২০ মে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, জাতীয় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, মেটা প্ল্যাটফর্ম ইন্ক (ফেসবুক) এবং ফেসবুকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বরাবর একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
নোটিশ পাঠানোর পর আইনজীবী তারিকুল ইসলাম বলেন, অন্তত ১০০টি আইডি ভুয়া রয়েছে। সেগুলোর বিষয়ে ব্যবস্থা না নিয়ে ভেরিফায়েড আইডি ডিজঅ্যাবল করে দেওয়া হয়েছে। এজন্য জিডিও করা হয়ছে। গত ১২ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর একটি আবেদনও করা হয়।
ডা. জাহাঙ্গীর কবির বলেন, গত ২৪ এপ্রিল হঠাৎ আমার পেজটি বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় গত ২৬ তারিখ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এদিকে একই নামে বহু ভুয়া পেজ ও বিজ্ঞাপন চালু রয়েছে, যেগুলো আমার নাম-ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করছে। এসব প্রতারকদের কারণে আমার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে।
এসব বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে বিটিআরসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন ডা. জাহাঙ্গীর। কিন্তু তাতে সাড়া না পেয়ে তিনি আইনি নোটিশ দেন। অন্যথায় হাইকোর্ট বিভাগে রিট করবেন বলেও উল্লেখ করা হয়েছিল। কিন্তু তাতে সাড়া না পেয়ে আজ তিনি হাইকোর্টে রিট করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।