আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষাকে অসাংবাধিধানিক বলে রায় নিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এতে করে প্রদেশটিতে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০০৪ সালে প্রণীত মাদ্রাসা শিক্ষার আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। আইনটি ভারতীয় সাংবিধানের ধর্মনিরপেক্ষতার মূলনীতির লঙ্ঘন। শিক্ষার্থীদের প্রচলিত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে হবে।
আইনজীবী অংশুমান সিং রাঠোরের আপিলের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর বেঞ্চ উত্তর প্রদেশের সরকারকে এমন একটি কাঠামো তৈরির নির্দেশ দিয়েছেন যেন মাদ্রাসা শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা যায়।
উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ জানিয়েছেন, এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশে ২৫ হাজার মাদ্রাসার ২৭ লাখ শিক্ষার্থী ও ১০ হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন। এ রাজ্যের ২৪ কোটি মানুষের মধ্যে ২০ শতাংশই মুসলিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।