আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২২ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভে ৪৪৭ কোটি ডলার যুক্ত হয়েছে। সব মিলিয়ে দেশটির রিজার্ভ দাঁড়িয়েছে ৬২ হাজার ৪০ কোটি ডলারে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর লাইভ মিন্ট।
টানা তৃতীয় সপ্তাহের মতো রিজার্ভ বৃদ্ধি চলমান। গত সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৯১১ কোটি ডলার। তার আগের সপ্তাহে বেড়েছিল ২৮০ কোটি ডলার। ২০২১ সালের অক্টোবরে রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৬৪ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত হয়েছিল, বর্তমানে তা ৬২ হাজার কোটি ডলারের ওপরে রয়েছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত বছর হ্রাস পেয়েছিল। কারণ আরবিআই রুপিকে স্থিতিশীল করার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করেছিল। এছাড়া উন্নয়ন ব্যয় রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছিল বলে বিশ্লেষকরা মনে করেন। চলতি বছর এ পর্যন্ত রিজার্ভ বেড়েছে ৫ হাজার ৭৬৩ কোটি ৪০ লাখ ডলার।
ভারত ২২ ডিসেম্বরের পর স্বর্ণের রিজার্ভ সম্পদের মূল্যায়নে ১০ কোটি ৭০ লাখ ডলারের সামান্য পতনের মুখোমুখি হয়েছিল। দেশটির মোট স্বর্ণের রিজার্ভ এখন ৪ হাজার ৭৪৭ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
আরবিআইয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, আইএমএফের কাছে দেশের রিজার্ভের পরিমাণ ১২ কোটি ৯০ লাখ ডলার কমে দাঁড়িয়েছে ৪৮৯ কোটি ৪০ লাখ ডলারে।
নভেম্বর শেষে সরকারের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৯ কোটি ৬ লাখ রুপি, যা পুরো বছরের বাজেট পূর্বাভাসের ৫০ দশমিক ৭ শতাংশ। কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস জানায়, ২০২৩-২৪ সালের এপ্রিল-অক্টোবর সময়ে রাজস্ব ঘাটতি ছিল ৯ লাখ ৬ হাজার ৫৮৪ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।