হিলারি ক্লিনটন কেন নাচের ছবি শেয়ার করলেন

হিলারি ক্লিনটন

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল রোববার ওই পোস্ট দেন তিনি। ছবিতে একটি জনাকীর্ণ ক্লাবের ভেতরে মুখ ভরা হাসি নিয়ে হিলারিকে নাচতে দেখা যায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছবিটি তোলা হয় ২০১২ সালে। হিলারি সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, গিয়েছিলেন কলম্বিয়া সফরে।

হিলারি ক্লিনটন

টুইটারে ওই পোস্টে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনকে ট্যাগ করেছেন হিলারি। লিখেছেন, ‘নাচতে থাকুন’। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নাচ-গানের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। নাচের ছবি পোস্ট করে এবার তার পাশে দাঁড়ালেন হিলারি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওতে মারিন ও তার বন্ধুদের একটি পার্টিতে নাচ-গান করতে দেখা যায়। এরপর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন। অনেকে বলেন, এটি প্রধানমন্ত্রীর আচরণ হতে পারে না। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে মারিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তারা বলেন, ৩৬ বছর বয়সী মারিনের অধিকার আছে তার বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত পার্টিতে অংশ নেওয়ার।

এদিকে হিলারির টুইটার পোস্টের জবাব দিয়ে পাল্টা টুইট করেছেন মারিন। সেখানে তিনি হিলারিকে ট্যাগ করেন এবং ভালোবাসার ইমোজি যুক্ত করে লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ’।

মারিন প্রথম থেকেই বলে আসছেন, তিনি পার্টিতে অ্যালকোহল পান করেছেন, মাদক নেননি। পার্টিতে অংশ নেওয়া কাউকে তিনি মাদক নিতে দেখেননি। বিরোধীরা মারিনকে স্বেচ্ছায় মাদক পরীক্ষা করার আহ্বান জানালে তাতে সায় দেন তিনি। পরে তার মাদক পরীক্ষার ফল নেগেটিভ আসে।

ব্রিটেনে খোঁজ মিলল হারিয়ে যাওয়া গ্রামের

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের অধীনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন ৭৪ বছর বয়সী হিলারি। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। আর ২০১৯ সালে ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিন। তবে এবারই প্রথম সমালোচনার মুখে পড়েননি তিনি। ২০২১ সালের ডিসেম্বরে করোনা মহামারির ঝুঁকি জেনেও রাতভর পার্টি করায় সমালোচিত হয়েছিলেন।