জুমবাংলা ডেস্ক : ইলিশ এখন রফতানিমূল্যের প্রায় দ্বিগুণ দাম বাংলাদেশে। সরকার ভারতে রফতানির অনুমতি দেবার পরদিন থেকেই বরিশাল থেকে দেশটিতে পাঠানো হচ্ছে ইলিশ। রফতানির প্রভাবে দ্বিগুণ দামে একই সাইজের ইলিশ কিনতে হচ্ছে বাজার থেকে। এর জন্য দাদন আর ডাক প্রথাকে দায়ী করছেন ক্রেতারা।
বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করতে ব্যস্ত আড়ৎদাররা। ৩ হাজার টন রফতানির লক্ষ্যে প্রতিদিনই দেশ থেকে প্যাকেটজাত করে ভারতে পাঠানো হচ্ছে। তার মধ্যে পোর্ট রোড বাজার থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ৪টি আড়ৎ থেকে ২৫০ মেট্রেক টন ইলিশ পাঠানোর অনুমতি পায়। প্রতিদিন গড়ে প্রায় ১৫ টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে। তবে মাছ কম পাওয়ায় লক্ষ্য পূরণ করা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা।
এদিকে, মাছ রফতানির খবরে প্রায় দ্বিগুণ দরে ইলিশ বিক্রি হচ্ছে বরিশালে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
আড়ৎদারদের কাছ থেকে দাদন নেয়ায় মাছ দিতে বাধ্য হন জেলেরা। ডাক উঠিয়ে খেয়াল খুশী মত সর্বনিম্ন দর দাম নির্ধারণ করে সর্বোচ্চ দরদাতাকে মাছ দেয়ার এই কৌশলেই দাম বাড়ে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে চলছে এসব কার্যক্রম। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইলিশ রফতানি বন্ধ ছিল। এরপর টানা পাঁচ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করেছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।