Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, হতাশ জেলেরা
    অর্থনীতি-ব্যবসা বরিশাল বিভাগীয় সংবাদ

    ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, হতাশ জেলেরা

    Saiful IslamAugust 4, 20224 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ভোলার সাগর মোহনায় ডুবোচর সৃষ্টি হওয়ায় মেঘনা নদীতে ঝাঁকের ইলিশ প্রবেশ করতে পারছে না। সোমবার জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার মধ্যবর্তী সীমানার ঢালচর-চরনিজাম এলাকায় ডুবোচর সৃষ্টি হয়েছে। ওই চ্যানেল দিয়ে মূলত ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনা নদীর মিঠাপানি অঞ্চলে আসে। ডুবো চরের কারণে ইলিশ প্রবেশ করতে পারছে না। ভরা মৌসুমে মাছ না পাওয়ায় হাজার কোটি টাকা বিনিয়োগকারী ৫০০ মাছ ব্যবসায়ী পড়েছেন বিপাকে। দেনা মাথায় রয়েছে দেড় লাখ জেলের। জেলেরা জানান, একটি প্রভাবশালী চক্র ওই ডুবোচরে নিষিদ্ধ বেরজাল, খুঁটিজাল বসিয়ে ইলিশের সব ধরনের প্রজাতি ধরে নিচ্ছে।

    রূপালী ইলিশের দেখা নেই পায়রা নদীতেও। উপকূলীয় অঞ্চল আমতলী ও তালতলীতে ১৪ হাজার ৬৮৯ জন নিবন্ধনধারী জেলে রয়েছেন। এর মধ্যে আমতলীর ৬ হাজার ৭৮৯ এবং তালতলীর ৭ হাজার ৯০০ জেলে। ইলিশের ভরা মৌসুম আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাস। মৌসুমের দের মাস অতিবাহিত হয়েছে। কিন্তু পায়রা নদীর জেলেদের জালে কাক্সিক্ষত ইলিশ ধরা পড়ছে না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। সাগর মোহনার ডুবোচর খনন করে পায়রা নদীতে ইলিশ প্রবেশ ও প্রজনন কার্যক্রম সুগত করার দাবি জানিয়েছেন জেলেরা। মোহনায় ডুবোচর অপসারণ বা ড্রেজিং করা অতি জরুরি মনে করলেও ওই কাজ কোন দপ্তর করবে, তা নিশ্চিত করতে পারছেন না মৎস্য কর্মকর্তা। বিষয়টি মন্ত্রণালয়ের বৈঠকে উত্থাপন করবেন বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও ইলিশ গবেষক ডা. আনিসুর রহমান। তিনি বলেন, সাগর মোহনায় ডুবোচরে বাধাপ্রাপ্ত হয়ে ইলিশ উলটোপথে ফিরে যায়। ফলে নদীতে ইলিশ প্রবেশ এবং প্রজননে বাধা সৃষ্টি করে।

    ইলিশ গবেষকরা জানান, মেঘনা নদীর মিঠাপানি অঞ্চলে ইলিশ প্রবেশ করতে না পারলে প্রজনন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে। প্রতি বছর অক্টোবর মাসের ২২ দিন ইলিশ মাছ সর্বাধিক ডিম ছেড়ে থাকে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যে ভোলার মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেল, মৌলভীর চর পয়েন্টে গেল অক্টোবরে ৭৭ ভাগ ইলিশ ডিম ছেড়েছে। মিষ্টি (মিঠা) পানিতে সর্বাধিক ইলিশ ডিম ছাড়ে। সর্বাধিক ইলিশের ডিম ছাড়া ও প্রজনন নিশ্চিত হওয়ায় ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (এডমিন) ইলিশ গবেষক মো. আনিসুর রহমান। যে পয়েন্ট দিয়ে সাগর থেকে ইলিশ মেঘনা নদীতে প্রবেশ করবে, ওই পয়েন্টে ডুবোচর সৃষ্টির বিষয়টি তারা মন্ত্রণালয়ের বৈঠকে তুলে ধরবেন। এটি অপসারণ ও একই সঙ্গে অবৈধভাবে যারা ওই অঞ্চলে নিষিদ্ধ জাল ফেলছে তা সরিয়ে দিতে হবে।

    জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, এ বছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন। ইলিশের ভরা মৌসুমে সর্বাধিক ইলিশ উৎপাদিত মেঘনার শাহবাজপুর চ্যানেলে ইলিশ কম আসার কারণ হিসাবে সাগর মোহনার ঢালচর ও চর নিজাম এলাকার কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৩৭টি বাঁধাজাল ও বেহুন্দি জাল জব্দ করেছেন। এমন অভিযান সাগর মোহনায়ও প্রয়োজন। জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আবুল হাসান জানান, জেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর পাড় ঘিরে ৫০০ মাছঘাট রয়েছে। ৩০ হাজার জেলে নৌকা ও জালসহ ব্যবসায়ীদের বিনিয়োগ রয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। মাছ না পাওয়া গেলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি জেলেরা। ফলে এ অঞ্চলে ইলিশ বিচরণের সব প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান মৎস্যজীবী সমিতির নেতারা।

    জানা গেছে, বুড়িশ্বর বা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তিন নদীর মোহনাকে জেলেদের ভাষায় গাঙ্গের আইল বলা হয়। বঙ্গোপসাগরের মিলিত হওয়া বিষখালী-বলেশ্বর মোহনায় লালদিয়া সমুদ্রসৈকত এবং পায়রা-বিষখালীর মোহনায় পদ্মা বাবুগঞ্জ চর। ২০০৭ সালের প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় সিডরে নদী গতিপথ হারিয়ে তিন নদীর মোহনায় ডুবোচরের সৃষ্টি হয়। এ চর স্বাভাবিক জোয়ারের পানি প্রবেশে বাধা সৃষ্টি করে। ফলে নদীর গভীরতা দিন দিন কমে যাচ্ছে। পায়রা-বিষখালী নদীর মোহনায় রয়েছে বড়াইয়্যার ডুবোচর। ১৫-২০ কিলোমিটারজুড়ে এ চর ফকির হাট থেকে শুরু করে আশার চরে মিলিত হয়েছে। এ চরটি বঙ্গোপসাগর থেকে পায়রা নদীতে জোয়ারের পানি প্রবেশে বাধা সৃষ্টি করে। আশার চরের শেষ সীমানা থেকে শুরু হয়েছে নলবুনিয়ার ডুবোচর। এ চরের বিস্তৃতি ৭-৮ কিলোমিটার। পায়রা নদীর প্রবেশ দ্বারে এ ডুবোচর। পায়রার প্রবেশ মুখ অতিক্রম করে ৩-৪ কিলোমিটার পরপর পদ্মা ও কুমিরমারা ডুবোচর। এ চরের বিস্তৃতি ৬-৭ কিলোমিটার। জেলেরা খুঁটা গেরে জাল ফেলে। জোয়ারের মধ্যভাগে এসে তীব্র গতিতে পায়রা নদীতে পানি প্রবেশ করলেও ওই সময়ে ইলিশের প্রভাব কমে যায়। ওই সময়ে পায়রা নদীতে প্রবেশ না করায় জেলেদের জালে ইলিশের দেখা মিলছে না।

       

    সাগরসংলগ্ন নলবুনিয়া গ্রামের জেলে আলমগীর হাওলাদার, পায়রা নদীতে ইলিশ শিকারি জেলে ছত্তার, শহীদুল ইসলাম ও লাল মিয়া বলেন নদীতে তেমন ইলিশের দেখা মিলছে না। নদীর মোহনায় সৃষ্ট ডুবোচরগুলো খনন করলেই ইলিশের দেখা মিলবে। তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, নদীর নাব্য ফিরিয়ে আনতে পারলে ইলিশ প্রবেশ ও প্রজননে বাধা থাকবে না। একই কথা জানান আমতলী উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সায়েদ মো. ফারাহ।

    প্রতিদিন সন্ধ্যা হলেই জমজমাট হয়ে ওঠে তাজা ইলিশের বাজার

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা ইলিশের জেলেরা দেখা নেই: বরিশাল বিভাগীয় ভরা মৌসুমেও সংবাদ হতাশ
    Related Posts
    Bank

    কাল থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক

    September 30, 2025
    হজ প্যাকেজ ঘোষণা

    হজ এজেন্সি মালিকদের ৩ প্যাকেজ ঘোষণা, কোনটি কত

    September 30, 2025
    Porjatan

    ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

    September 30, 2025
    সর্বশেষ খবর
    Check

    চেক লেখার সময় এই কাজটি করলে সর্বস্বান্ত হতে পারেন

    Sangsar

    ভেঙে গেল নিকোল কিডম্যানের ১৯ বছরের সংসার

    প্রেম

    ৪টি কাজ করলে যে কেউ আপনার প্রেমে পড়বে

    Keanu Reeves marriage

    Keanu Reeves and Alexandra Grant’s Broadway Date Night

    Michigan church shooting

    Key Details from Michigan Church Shooting Press Conference

    Trump Gaza Peace Plan

    Trump Praises Pakistan PM Asim Munir for Gaza Plan Backing

    Snapchat storage

    Snapchat Ends Free Storage for Memories, Launches Paid Tiers

    Snapchat Memories Storage

    Why Snapchat Is Introducing Paid Storage for Memories

    কচি খন্দকার

    ‘বন্ধুর ছেলেরাও আমাকে ভাই বলে’

    Nicole Kidman Keith Urban separation

    Nicole Kidman and Keith Urban’s Children and Net Worth Update

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.