জুমবাংলা ডেস্ক : ভোলার লালমোহন থেকে দুই কেজি তিনশত গ্রাম ওজনের একটি রাজা ইলিশ সাড়ে ছয় হাজার টাকা বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মোতাহার বেপারী মাছটি জেলেদের থেকে কিনে পুনরায় বিক্রি করতে ঢাকায় পাঠান।
মৎস্য ব্যবসায়ী মো. মোতাহার বেপারী বলেন, স্থানীয় আওলাদ মাঝিসহ তার ট্রলারের জেলেরা চরফ্যাশনের ঢালচর সংলগ্ন মেঘনা নদী থেকে মাছ শিকারের সময় অন্য মাছের সঙ্গে এই মাছটি পান। এরপর তারা রোববার সকালে মাছটি নাজিরপুর ঘাটে আনেন।
পরে ওই মাছটি নিলামে তোলা হয়। তখন নিলামের সর্বোচ্চ দাম সাড়ে ৫ হাজার টাকায় রাজা ইলিশটি কিনি। মাছটির ওজন ২ কেজি তিনশত গ্রাম। স্থানীয় কেউ না কেনায় অন্যান্য মাছের সঙ্গে ওই মাছটিও ঢাকায় পাঠিয়েছি। আশা করছি এটি ঢাকাতে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি করা যাবে।
এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, পলি মাটি জমায় নদীতে মাছ কম আসছে। তবে ভালো করে বৃষ্টি হলে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবেন। এরপর দামও অনেকটা কমবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।