এক জালে ধরা পড়ল ৪০ লাখ টাকার ইলিশ

ইলিশ

জুমবাংলা ডেস্ক : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১৩০ মণ ইলিশ, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। সূর্য মাঝি নামের ওই জেলে শনিবার সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। এর আগে, গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার সমুদ্রের অভ্যন্তরে এসব মাছ ধরা পড়ে।

ইলিশ

জানা যায়, বুধবার সূর্য মাঝি ১৭ জেলেসহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে যাত্রা করেন। পড়ে একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে। পুরো মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসে তারা। এসব ইলিশের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানায় জেলেরা।

সূর্য মাঝি বলেন, ‘আমরা সাগরে গিয়ে প্রথম ক্ষ্যাও দেওয়ার পরই জালভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারণে অর্ধেক জাল সাগরে মাছসহ কেটে দিয়ে চলে আসি। অনেক শুকরিয়া আদায় করছি। বর্তমানে মাছ আড়তে উঠানো হচ্ছে এবং নিলামের মাধ্যমে বিক্রি চলছে।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বেশ কিছুদিন ধরে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। আমরা আশা করছি বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।