বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেতা নিলয় আলমগীর বলেন, করোনার পর থেকে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কাজ করেছি, হিমির সঙ্গে কাজগুলোর রেসপন্স খুব বেশি পেয়েছি। আর হিমির সঙ্গে একটু বোঝাপড়াও ভালো। আসলে দর্শক যেহেতু এই জুটিটি গ্রহণ করেছেন, তাই এদিকেই মনোযোগটা বেশি।
হিমির উচ্চতার সঙ্গে সবচেয়ে ভালো যায় অপূর্ব ভাইয়ের। কারণ হিমি মোটামুটি আমার সমান সমান। ও যখন হিল পরে তখন দেখতে আমার থেকেও একটু বড় লাগে। ওর খুব মন খারাপ থাকে। কারণ ও শুটিংয়ে এসে হিল পরতে পারে না। দেখা গেলো, ও হিল পড়লে আমার থেকে বেশি লম্বা দেখা যায়।
আমরা যে কনটেন্টগুলোতে অভিনয় করি সেখানে আমরা সবাই একটা জিনিসই ফোকাস করি, সেটা হলোÑ এই সিনগুলো বা গল্পটা যাতে মানুষকে আকর্ষণ করে। মনে হয় যেন চোখের সামনে ঘটছে। এটা কোনো অভিনয় নয়। এটি দেখতে যাতে খুব বাস্তব মনে হয়। এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি।
আামি আমার বউকে বলেছিলাম, অভিনয় করো। কিন্তু ও নাটকে অভিনয় করতে চায় না। ও ব্যান্ড প্রমোশন করছে, এগুলো নিয়েই থাকবে। [৫] যারা কাজে টাকা ইনভেস্ট করে, তার সব সময়ই চায় তাদের টাকাটা ফিরে আসুক। সেই জায়গা থেকেই দর্শক যেটা দেখতে চায়, তারা সেটাই বানান। দেখা গেলো খুব ভালো একট গল্পের কাজ হলো, সেটা না দেখে, একটা ক্রিস্পি কাজ, সেটাই দর্শক বেশি দেখে। এতে করে আসলে ভালো গল্প যারা বলতে চায়, তাদের জন্য কাজ করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে।
আগে নাটকের ভিউ হতো এক সপ্তাহ বা দশ দিনে এক মিলিয়ন বা দুই মিলিয়ন। এতেই মানুষ খুব খুশি থাকতো। কিন্তু এখন দেখা যায় একদিনে তিন থেকে চার মিলিয়ন ভিউ হয়ে যায়। ভিউটা আমি ফোকাস করি না। ভিউ মানে হচ্ছেÑ নাটকগুলো বেশি মানুষ দেখছে বা দেখতে চাচ্ছে। মানুষ নাটক দেখছে, দিন দিন বাড়ছে, আমার মনে হয় আরও বাড়বে। [৭] আমি মিডিয়াতে আসার পর স্বপ্নটাই ছিল যে সিনেমা করবো। সিনেমা করার পরে এতে কোনো সাফল্য পাইনি, সিনেমা মানুষ পছন্দ করেনি। এজন্যই আমার নাটকে আসা। নাটাকে আসার পরে দেখলাম যে মানুষ রেসপন্স করছে। একজন অভিনেতাকে দর্শক যেভাবে পছন্দ করবে, সেভাবেই সে কাজ করবে। আসলে সিনেমায় যাওয়ার সময়ও নেই, এখন পযন্ত কেউ ডাকেনওনি। আমার মনে হয় যে এখন এগুলো হবেও না। একটা সিনেমা করতে গেলে যে সময়টা লাগে সে টাইমটাও আমার হবে না, আর ডিরেক্টারাও হয়তো আমাকে চাইবেন না, মনে হয়।
ভালো গল্পে কেউ যদি কাজের অফার করে, অবশ্যই করবো এবং ভালো ডিরেক্টরও থাকতে হবে। কারণ একটা ভালো গল্প ভালো ডিরেক্টর না থাকলে নষ্ট হয়ে যেতে পারে। আসলে ভালো করে বানাতে পারলে সব ধরনের গল্পই ভালো। দর্শকরা দেখা হলেই বলে, আপনাকে ভালো লাগে, আপনার নাটক দেখে ভালো লাগে। আসলে দর্শকদের ভালোবাসাটাই বড় পাপ্তি। সূত্র : দেশ টিভির ভিডিও কনটেন্ট থেকে শ্রুতিলিখন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।