সাদা স্বচ্ছ পোশাকে স্পষ্ট দেখা গেলো অন্তর্বাস, হিনা খানের মক্কা সফরের ছবি ঘিরে নিন্দার ঝড়

হিনা খান

বিনোদন ডেস্ক : মক্কায় গিয়ে প্রথমবার উমরাহ সেরেছেন হিনা খান। তবু প্রবল সমালোচিত হচ্ছে সোশাল মিডিয়ায়। কেন? ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে মুম্বই ইন্ডাস্ট্রির অন্যতম নাম হিনা খান। সাফল্যের শীর্ষে রয়েছেন।

হিনা খান

এই পরিস্থিতিতে প্রথমবার উমরাহ করতে চেয়েছিলেন। সেই কারণে মজান শুরুর আগেই মক্কায় পৌঁছে গিয়েছিলেন তিনি। উমরাহ করে ভীষণ খুশি তিনি। জানালেন, নিষ্ঠাভরে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে। কিন্তু, তবু ট্রোলড হলেন সোশাল মিডিয়ায়।

সম্প্রতি মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়া এবং সেখানে পৌঁছনোর একাধিক ছবি এবং ভিডিয়ো আপলোড করেছেন হিনা খান। তাঁকে দেখেই বেজায় চটে গিয়েছে নেটপাড়ার একাংশ। কিন্তু, কেন? আসলে হিনার পোশাক নিয়েই যত আপত্তি। মক্কা সফরের সময় সাদা রঙের চিকনের কুর্তা এবং স্ট্রেট প্যান্ট পরেছিলেন তিনি। মাথায় ছিল হিজাব। তাহলে আপত্তিটা কোথায়?

হিনার পোশাক যে কাপড় দিয়ে তৈরি হয়েছিল তা যথেষ্ট স্বচ্ছ ছিল। ফলে তাঁর অন্তর্বাস স্পষ্ট হয়ে উঠেছিল ওই ছবিতে। যা দেখে চমকে উঠেছিলেন অনেকে। এরপরেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকে ট্রোল করতে শুরু করেন নেটপাড়ার একাংশ। ট্রান্সপ্যারেন্ট পোশাক পরে কেন তিনি ঈশ্বরের স্থানে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বর্তমানে নেটপাড়ায় ব্যাপক সমালোচিত হচ্ছেন হিনা।

তবে হিনার ভক্তরা কিন্তু তাঁর পাশে দাঁড়িয়েছেন। মক্কায় গিয়ে উমরাহ করার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। তাঁকে নো মেকআপ লুকে দুর্দান্ত লাগছে এও জানিয়েছেন অনেকে। উল্লেখ্য, টেলিভিশনের পর্দায় সংস্কারি বউমার বেশে দেখা গেলেও, বাস্তব জীবনে বেশ বোল্ড পোশাক পরেন হিনা খান। এর আগেও পোশাকের কারণে নেটপাড়ায় একাধিকবার নিন্দার মুখে পড়েছেন তিনি।

দু’ দিন আগেই কালো গাউন পরে নেটপাড়ায় উঁকি দিয়েছিলেন হিনা। যার স্লিভস তৈরি হয়েছিল স্বচ্ছ কালো কাপড় দিয়ে। ওই পোশাকটির নেকলাইন ভি আকারের ছিল। ফলে বক্ষ বিভাজিকা স্পষ্টভাবে দেখা যায়। এরপরেই হিনাকে নিয়ে সমালোচনা শুরু করে নেটপাড়ার একাংশ। শালীনতার মাত্রা পেরিয়ে অনেকে আক্রমণ করেন অভিনেত্রীকে। তিনি মক্কায় যাওয়ার খবর শেয়ার করার পর এই ছবিতে কমেন্টের পরিমাণ অনেকটাই বেড়ে যায়।

ইস্ত্রি ছাড়াই কাপড় আয়রন করার ৫টি দুর্দান্ত কৌশল

কেউ লেখেন, ‘আপনি উমরাহ করতে করতে এইসব ছবি আপলোড করছেন? ছিঃ ছিঃ!’ কারও মন্তব্য, ‘হিনা, এইসব করা উচিত হয়নি। এই কীর্তি আপনাকে শোভা দেয় না।’ আরও এক ইনস্টাগ্রাম ইউজার বলেন, ‘উমরাহ করতে করতেই এইসব ছবি পোস্ট করছেন! আপনার ঔদ্ধত্য আমাকে অবাক করছে।’