বিনোদন ডেস্ক : কথা বলার শুরুটা হয় নিজের মায়ের ভাষা দিয়ে। তবে বড়ো হতে হতে পড়াশোনার খাতিরে অনেক সময় কর্মসূত্রেও অন্যান্য ভাষাও শিখে নেয় মানুষ। রুপালি পর্দায়ও এমন অনেক তারকা আছেন, যারা মাতৃভাষা সহ একাধিক ভাষায় সাবলীল। কেউ কেউ তো আবার রীতিমত অন্যান্য ভাষার প্রশিক্ষণ নিয়েছেন।
শাহরুখ খান : এতে কোনো সন্দেহ নেই যে সুপারস্টার শাহরুখ খানের শুধু দেশেই নয় বিদেশেও প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। একথা আমরা সবাই জানি যে বিশ্বের কোটি কোটি মানুষ শাহরুখ খানের জন্য পাগল। তবে এটা জানেন কি যে, একাধিক ভাষায় স্বচ্ছন্দ্যে কথা বলতে পারেন। বিশেষ করে তিনি চারটি ভাষা যেমন হিন্দি, ইংরেজি, উর্দু পাশাপাশি কন্নড় ভাষাও স্বাচ্ছন্দ্যে বলতে পারেন। এ ছাড়া কিং খান কাজ চালানোর মতো জার্মানিও বলতে পারেন।
অমিতাভ বচ্চন : বলিউড আইকন অমিতাভ বচ্চন আজ আর আলাদা করে কোনো পরিচয়ের অপেক্ষায় থাকেননা। জানিয়ে রাখি, অমিতাভের বাবা ছিলেন হিন্দি কবি। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন অবলীলায় হিন্দি, ইংরেজি, উর্দু সহ পাঞ্জাবি সহজে বলতে পারেন এবং পাশাপাশি তিনি বাংলা ভাষাও জানেন।
দীপিকা পাড়ুকোন : বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন ডেনমার্কে জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমানে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। দীপিকা বিখ্যাত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোনের মেয়ে। বলিউডের পাশাপাশি হলিউডের ছবিতেও কাজ করেছেন তিনি। দীপিকা স্বাচ্ছন্দ্যে অনেক ভাষা বলতে পারেন। জানিয়ে রাখি, দীপিকার মাতৃভাষা কোঙ্কনি তবে তিনি হিন্দি, ইংরেজির পাশাপাশি টুলু ভাষাও স্বাচ্ছন্দ্যে বলতে পারেন। পিকু ছবির জন্য বাংলা ভাষাও শিখেছেন দীপিকা।
ঐশ্বর্য রাই বচ্চন : ঐশ্বরিয়া রাই বচ্চনও একাধিক ভাষা বলতে পারেন। ঐশ্বরিয়ার জন্ম একটি দক্ষিণ ভারতীয় পরিবারে এবং তার মাতৃভাষা টুলু। জেনে অবাক হবেন মিস ইউনিভার্স ঐশ্বরিয়া মোট নয়টি ভাষায় কথা বলতে পারেন। হিন্দি, বাংলা, ইংরেজি, তামিল, মারাঠি, তেলেগু, টুলু, কন্নড়ের পাশাপাশি উর্দুতেও কথা বলতে পারেন অভিনেত্রী। এছাড়াও স্প্যানিশ ভাষীদের সাথেও চুটিয়ে কাজ করেছেন তিনি।
বিদ্যা বালান : বিদ্যা বালান তার অভিনয় এবং পর্দায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত। এছাড়াও বিদ্যা ছয়টি ভিন্ন ভাষায় কথা বলতে পারে। তামিল, হিন্দি, বাংলা, মারাঠি, মালায়লামের পাশাপাশি ইংরেজি ভাষাও স্বাচ্ছন্দ্যে বলতে পারেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।