জনপ্রিয় হিন্দি গানে শাড়ি পরে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো একদল যুবতীরা

তুমুল নাচ

বিনোদন ডেস্ক : ‘কালা চশমা’ গানের তালে চরম নাচলেন একদল ‘আন্টি’দের দল। এখন ‘আনকমন’ জিনিস দেখা অসাধ্যকর কোনও বিষয় নয়। সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই সক্রিয় থাকলেই চোখের সামনে আজব আজব বিষয় উঠে আসবে। বর্তমানে একেকটা মিউজিক ভিডিওর জমানায় এই প্রতিভার ভিডিও গুলি যেন ক্রমাগত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

বিশেষ করে, এই প্রতিভা হতে পারে আট থেকে আশি সবার। বাচ্চাদের একেকটা নাচের ভিডিও যেমন মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তেমনি একেকটা ‘আন্টি’ টাইপের মহিলাদেরও ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। আর বাচ্চাদের থেকে বেশি এহেন ‘ওভার ওয়েটেড’ মহিলাদের ভিডিও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে মানুষের কাছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে এরকমই কয়েকজন ‘আন্টি’দের ভিডিও ভাইরাল হল। ইনস্টাগ্রামে এখন যে গানই একবার ট্রেন্ডিং হয়ে যায়, তাতে মাসের পর মাস, বছরের পর বছর ধরে একই ভাবে ভাইরাল হতে থাকে। সম্প্রতি, নতুন করে ভাইরাল হয়েছে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘কালা চশমা’ গানটি। শুধু তাই নয়, এই গানে এখন গ্রুপ করে নাচছেন সবাই। একটি সিগন্যাচার স্টেপও দিচ্ছেন। কয়েকদিন ধরেই বেশ ভাইরাল হচ্ছে এই গানের একাধিক নজরকাড়া ভিডিওগুলি।

এবার এই গানের সহিত কোমর দোলালেন একটি আন্টিদের দল। সবার পরনেই ছিল শাড়ী। আর সবাই ‘ওভার ওয়েটেড’ ফিগারের অন্তর্ভুক্ত। পরনে শাড়ী তো কি হয়েছে একেবারে, দারুণ মেজাজে একেবারে শরীরের হিল্লোল তুললেন সব মহিলারা। একজন তো আবার মাটিতে শুয়েই নানারকম স্টেপ দিলেন।

জন্মদিনের পার্টি নিয়ে কটূক্তি, মুখ খুললেন শ্রীলেখা

আন্টিদের সেক্সি অবতার একেবারে কামাল করে দিল। তাঁদের যেমন উত্তেজনা তেমনি শরীরের হিল্লোল, অসাধারণ চাহনি, এক্সপ্রেশন সবটাই মুগ্ধ করল নেটিজেনদের। সম্প্রতি এই ভিডিওটি Videonation.teb নামক একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে।