জুমবাংলা ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে বাংলাদেশের দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা ঢাকা থেকে এই বিমানঘাঁটিতে অবতরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
ভারতের লোকসভা বিরোধী দলনেতা এবং কংগ্রেস এমপি রাহুল গান্ধী লোকসভার বর্ষাকালীন অধিবেশনের চলাকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। উভয় নেতা বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে কংগ্রেস সূত্র জানিয়েছে।
বাংলাদেশের পরিস্থিতি মোদিকে জানিয়েছেন জয়শঙ্কর
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে অবহিত করেছেন বলে সরকারি সূত্রে বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।