জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের মধুখালিতে হত্যাকাণ্ডের ঘটনায় ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সুমন মোহন্ত নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুমন মোহন্ত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের নিত্যনারায়ণ মোহন্তের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে মোকামতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ।
তিনি বলেন, সুমন মোহন্তের ফেসবুক আইডি থেকে শনিবার দুপুর ১২টার দিকে একটি আপত্তিকর ও ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়া হয়। পোস্টটি নজরে আসলে বিকাল ৩টায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তার কাছ থেকে ফেসবুক আইডি ব্যবহার করা একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। বক্তব্য গ্রহণের পাশাপাশি জব্দ করা মোবাইল ফোনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। যদি তিনি দোষী প্রমাণিত হন, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষী না হলে ছেড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত তাকে আটক কিংবা গ্রেফতার দেখানো হয়নি। এই পোস্টকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি আমরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোতাহার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।