বিনোদন ডেস্ক : রক্ত সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। জানা যায়, তার নাম ছিল অঞ্জনা সাহা। ঢাকাই সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। তখন নাম পরিবর্তন করে হয়ে যান অঞ্জনা রহমান।
দেশের একটি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে ২০২৩ সালের অক্টোবরে অঞ্জনা বলেন, ‘‘আমার বিয়ের পর নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে। সেটা এখনো আছে। আমি সাহা পরিবারের, হিন্দু ছিলাম আমি।’’
ওই সাক্ষাতকারে তিনি জানান যে, শুধুমাত্র নামই পরিবর্তন করেননি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নামাজ, রোজাও নিয়মিত পালন করেন অঞ্জনা।
যদিও অঞ্জনার সঙ্গে আজিজুর রহমান বুলির বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু এরপরেও তিনি ইসলাম ধর্ম পালন করতেন। এই বিষয়ে অঞ্জনা ওই সাক্ষাতকারে জানিয়েছিলেন, বিয়ে বিচেছদ হয়েছে কিন্তু ইসলাম ধর্ম ছাড়েননি তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের ব্যবসাসফল সিনেমার অন্যতম প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি। তার পরিচালনায় অঞ্জনা ‘হিম্মতওয়ালী’, ‘নেপালি মেয়ে’, ‘বাপের বেটা’, ‘সন্দেহ’, ‘দেশ-বিদেশ’ ও ‘লালু সরদার’ মোট ছয়টি সিনেমায় অভিনয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।