সাইফুল ইসলাম : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মানিকগঞ্জের বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর থানা চত্বরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিমিয় সভায় জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের এক প্রশ্নের জবাবে তারা এ সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিমিয় সভায় পুলিশ সুপার বলেন, পূজা মণ্ডপে অতিরিক্ত সাউন্ড (ভিট) দিয়ে গান-বাজনা করা যাবেনা, ভিট নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা অবশ্যই শৃঙ্খলার মধ্যে থেকে আনন্দ-উল্লাস, হৈ-হুল্লোর করবো। অতিরিক্ত সাউন্ড (ভিট) দিয়ে গান-বাজালে অনেকের হার্টের সমস্যা হতে পারে।
তিনি আরো বলেন, ইভটিজিং করতে পারে বলে কাউকে যদি সন্দেহ হয়, তাদেরকে অবশ্যই নজরদারিতে রাখতে হবে। কেউ ইভটিজিং করলে তাদেরকে ছাড় দেয়া হবে না, সে যে ধর্মেরই হোক না কেন। ইভটিজিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স।
পুলিশ সুপার আরো বলেন, সব সময়ের মতো পূজার সময়েও মাদক ও মদ খেয়ে মাতলামি করা যাবে না। মদ খেয়ে মাতলামি করার সুযোগ কোন ধর্মেই নাই। কোন ধরনের মাদক সেবন করা যাবে না এবং মাতলামি করা যাবে না। কেউ মাদক সেবন করলে পুলিশ কড়াকড়িভাবে আইন প্রয়োগ করবে। মাদক নিয়ন্ত্রণে আমরা সকলের সহযোগিতা চাই। মন্দির ও মণ্ডপের আশপাশে যেন মাদকের নিয়ন্ত্রণ থাকে সেজন্যও সকলের সহযোগিতা চাই।
ইয়াছমিন খাতুন বলেন, আমাদের এই দেশে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বাস করি। সারা দেশের মানুষ জানে, আমাদের মানিকগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, অনেক সহজ-সরল ও উদার প্রকৃতির। এদের মধ্যে ধর্ম-বর্ণ ভিত্তিক কোন রাজনীতি বা বৈষম্য নেই। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। এজন্য মসজিদ-মাদ্রাসা কাছে থাকলে আযান ও নামাজের সময় যেন গান ও বাদ্যযন্ত্রের সাউন্ড নিয়ন্ত্রণে থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপর পরিষদের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির ও মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।