দেশি সিনেমায় বিদেশি অভিনেত্রীদের হিড়িক

আব্দুল্লাহ আল মামুন : আবারও হলমুখী হচ্ছে দর্শক। ভালো সিনেমা নির্মাণ করে এই দর্শক ধরে রাখার দিকে মনোযোগ দিচ্ছে নির্মাতারা। হয়ত এ কারনেই দেশি সিনেমায় বিদেশি অভিনেত্রীদের কাস্ট করার হিড়িক পরেছে। গত ঈদে সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীত অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের পরবর্তী দুই সিনেমা ‘রাজকুমার’-এ মার্কিন নায়িকা কোর্টনি কফি ও ‘দরদ’-এ বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে দেখা যাবে।

এছাড়া চলতি বছর ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করতে আবারও বাংলাদেশে আসবেন কলকাতার স্বস্তিকা মুখার্জি। কলকাতার আরেক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে এসে চুক্তিবদ্ধ হয়েছেন ‘টাইগার’ নামের দেশি আরেক সিনেমায়। যদিও ‘ছায়াবাজ’ সিনেমার প্রথম লটের শুটিংয়ে বিতর্ক জড়িয়ে কলকাতায় ফিরে গিয়েছিলেন।

ইধিকা পাল। ছবি: সংগৃহীত

এবার ভারতীয় এক মডেল অভিনয় করতে এসেছেন বাংলাদেশে। নাম তার অন্বেষা রায়। ‘ডেডবডি’ নামের সিনেমায় চিত্রনায়ক রোশানের বিপরীতে দেখা যাবে এই মডেলকে। আজ (১০ অক্টোবর) থেকে বান্দরবানের বিভিন্ন লোকেশনে টানা ১০ দিন চলবে এই সিনেমার শুটিং। আগামী ঈদের জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি।

আগের অভিনেত্রীদেরকে সবাই চিনলেও অন্বেষা রায় নামটা সবার কাছে নতুন। সবার একই প্রশ্ন কে এই অন্বেষা?

অন্বেষা রায়। ছবি: সংগৃহীত

অন্বেষা মূলত মডেল। এ্যানি নামেই পরিচিত তিনি। ২০১৭ সাল থেকে টেলিভিশন ও বিভিন্ন পণ্যের ফটোশুটে মডেল হিসেবে কাজ করছেন। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। ভারতীয় হলেও অন্বেষার পুর্বপুরুষ বাংলাদেশের। তার পূর্বপুরুষদের বাড়ি ছিল বাংলাদেশের যশোরে। তবে তাদের বসবাস কলকাতায়। বড় পর্দায় অভিনয় করার স্বপ্ন নিয়ে আলিপুরদুয়ার থেকে কলকাতা শহরে এসেছিলেন তিনি। সেই স্বপ্ন এখন পূরন করছেন বাংলাদেশের সিনেমা দিয়ে।

ইধিকা পালের পর অন্বেষার বড় পর্দায় অভিষেক হচ্ছে ঢালিউডের সিনেমা দিয়ে। সিনেমাপ্রেমীরাও উপভোগ করছে বিদেশি অভিনেত্রীদের অভিনয়। ঈদে ইধিকা পালের প্রশংসায় পঞ্চমুখ ছিল দর্শক। এরপর থেকেই যেন দেশি সিনেমায় হিড়িক পরেছে বিদেশিদের। আর এই অভিনেত্রীদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করলে সিনেমাপ্রেমীদের ইতিবাচক প্রতিক্রিয় লক্ষণীয়।

সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

এর আগেও ভারতীয় অভিনেত্রীদের দেখা গিয়েছে ঢালিউডে। তবে এই সময়ের মতো এত অভিনয়শিল্পীদের একসঙ্গে নয়। হঠাৎ করে তাদের এই আধিক্যতা কেনো প্রশ্ন উঠতেই পারে। অন্যদিকে, বাংলাদেশি অভিনয়শিল্পী জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলারা চষে বেড়াচ্ছেন কলকাতার সিনেমায়। দেশি সিনেমায় তাদের দেখা নেই। দেশি সিনেমায় তাদের অনীহা নাকি তাদের কাস্ট করতে নির্মাতাদের অনীহা তা স্পষ্ট নয়। অন্যান্য অভিনেত্রী যারা আছেন তাদেরও দেশি সিনেমায় বেশি দেখা যাচ্ছে না। এ কারণেই হয়ত একের পর এক বিদেশি অভিনেত্রীদের দেখা যাচ্ছে দেশি সিনেমায়।