Hisense এর প্যাটেন্ট করা নতুন স্মার্টফোন কেনো এতটা ইউনিক?

Hisense

Hisense হলো চায়নার একটি মাল্টিন্যাশনাল টেক কোম্পানি। কোম্পানিটি একটি নতুন স্মার্টফোনের প্যাটেন্ট এর ঘোষণা দিয়েছে। স্মার্টফোনটির ডিজাইন বেশ ইউনিক এবং টেক কমিউনিটির মধ্যে ডিভাইসটিকে ঘিরে একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে।

Hisense

চায়নার Hisense ব্র্যান্ড এ বছরের ফেব্রুয়ারির ১৭ তারিখে ঘোষণাটি দেয়। স্মার্টফোনের সবথেকে দুর্দান্ত ফিচার হচ্ছে surround screen। এ ফিচারের কারণে স্মার্টফোনটি দেখতে অনেক বেশি স্টাইলিশ মনে হয়েছে। শাওমির মিক্স আলফা মডেলের স্মার্টফোনের সাথে এদের অনেক মিল খুঁজে পাওয়া যায়।

তবে মিক্স আলফা স্মার্টফোনে হরিজনটাল surround এর ব্যবস্থা ছিল। কিন্তু এখানে সম্ভবত এরকম কোন কিছু থাকবে না।স্মার্টফোনের পেছনে সম্ভবত চারটি ক্যামেরা লেন্স অবস্থান করবে। ব্র্যান্ডের এই স্মার্টফোনে টেলেফটো লেন্সের অপশন দেওয়া থাকবে।

তাদের তৈরি স্মার্টফোনে আই প্রটেকটিং স্ক্রিন দেওয়া হয়েছে। সম্ভবত এ হ্যান্ডসেটে ওএলইডি প্যানেলের ডিসপ্লে থাকবে। তবে এই মোবাইল ফোনের গণ উৎপাদন শুরু হওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে।

এ ধরনের মোবাইল তৈরি করার ক্ষেত্রে প্রযুক্তিগত বাঁধার মুখোমুখি হতে হবে Hisense কোম্পানিকে। ২০১৯ সালে শাওমি মিক্স আলফা রিলিজ করার ঘোষণা দিয়েও পরবর্তী সময়ে গণ উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। মূলত টেকনিক্যাল নানা চ্যালেঞ্জ এর কারণেই তা বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে ধারণা করা হচ্ছে স্মার্টফোনটি মার্কেটে আসলে এটি চওড়া দামে ক্রয় করতে হতে পারে। Hisense ব্র্যান্ড যদি সফল হয় তাহলে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটি নতুন ইনোভেশন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউনিক এবং স্টাইলিশ ডিজাইনের কারনে তাদের তৈরি এই স্মার্টফোনটি যথেষ্ট গুরুত্ব পাবে। যদি কোম্পানিটি গণ উৎপাদনে যেতে না পারে তবুও ডিজাইন এবং ইনোভেশনের ক্ষেত্রে নতুন এক মডেল দাঁড় করাতে সক্ষম হবে Hisense ব্র্যান্ড।