স্পোর্টস ডেস্ক : এ দেশের সব মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, সেই দিনটি—১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে। সেই মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ঘড়ির কাটায় এ দেশে এখন ১৭ ডিসেম্বরের প্রথম প্রহর হলেও দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে এখনো ঠিক ১৬ ডিসেম্বরই আছে। বিজয়ের এমন দিনেই ঐতিহাসিক এক বিজয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের ব্যাটিং ছিল দারুণ। প্রথম চার ব্যাটারের সবাই স্পর্শ করলেন ত্রিশ। তাদের মধ্যে মুর্শিদা খাতুন খেললেন নব্বই ছাড়ানো ইনিংস। রেকর্ড গড়া পুঁজি নিয়ে বোলিং-ফিল্ডিং হলো দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারিয়ে জয়ের আনন্দে ভাসল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের জয় ১১৯ রানে।
এই সংস্করণে রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। ২০১১ সালে সাভারের বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৮২ রানে জয় ছিল আগের রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ ওয়ানডেতে বাংলাদেশের এটি তৃতীয় জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। ২০১২ সালে মিরপুরে ২ উইকেটে ও ২০১৭ সালে কক্সবাজারে জয় ছিল ১০ রানে।
ইষ্ট লন্ডনে শনিবার এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ ২৫০ রান বাংলাদেশ করে স্রেফ ৩ উইকেট হারিয়ে। ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান ছিল আগের রেকর্ড।
বাংলাদেশের স্পিনারদের দাপটে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৩১ রানে। ১০০ বলে ক্যারিয়ার সেরা ৯১ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ড গড়া জয়ের নায়ক মুর্শিদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।