শহরের সৌন্দর্য রক্ষার নতুন কমিটিতেও হিট অফিসার বুশরা

জুমবাংলা ডেস্ক : এলোমেলো উন্নয়ন কাজের ফলে শহর বিভিন্নভাবে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। তাই শহরের পরিবেশ ও সৌন্দর্য ঠিক রেখে জনবান্ধব উন্নয়নের জন্য নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর জন্য ডিএনসিসির আওতায় ২১ সদস্যের আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিটির নতুন হিট অফিসার বুশরা আফরিন।

মঙ্গলবার (৯ মে) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আহ্বায়ক করে সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমকে।

কমিটিতে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের রাখা হয়েছে। কমিটির সদস্য হিসেবে স্থপতি ইকবাল হাবিবেরও নাম রয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, ডিএনসিসির ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কমলা রানী মুক্তা প্রমুখ।

ড. ওয়াজেদ মিয়া প্রধানমন্ত্রীর স্বামী পরিচয় কখনও ব্যবহার করতেন না