বলিউডের হিট গানে ভরা মঞ্চে ঝড় তুললেন সুনিতা বেবি

সুনিতা বেবি

বিনোদন ডেস্ক : বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে।

সুনিতা বেবি

আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সুনিতা বেবির দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘পিকে সংস্’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে সুনিতাকে বলিউডের হিট ছবি ‘কারাণ অর্জুন’এর গানের তালে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। এই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘গুপছুপ’এর তালেই দেখা মিলেছে সুনিতা বেবির।

এই হিন্দি গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। কালো রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। নেটের ওড়না দিয়ে ঢাকা দিয়েছিলেন মাথাও। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।

Sunita baby new dance 2022 |sunita baby ke gane Sunita baby dance |  Haryanvi new song haryanvi 2022

৬ মাস আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে সুনিতা বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে তার সেই নাচের ভিডিও পৌঁছে গিয়েছে পাঁচ হাজারের কাছাকাছি মানুষের কাছে।

স্টেজের উপর নাচের সময়ই সুনিতা বেবিকে মজার ছলে এক বয়স্ক ভদ্রলোকের গাল টিপে দিতে দেখা গিয়েছে। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। ৬ মাস পরেও এখনো সুনিতা বেবির এই ভিডিও ভাইরাল রয়েছে হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝে।

মালাইকার থেকেও বেশি সুন্দরী আরবাজ খানের নতুন প্রেমিকা

তার কোন ভিডিওই নজর এড়ায় না তার ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় পাতায় সুনিতা বেবির যে নাচের ভিডিওগুলি ভাইরাল হয়, তার কমেন্টবক্সে চোখ রাখলেই বোঝা যাবে।