বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Nokia ব্র্যান্ডের মোবাইল প্রস্ততকারী কোম্পানি HMD GLOBAL গত জুলাই মাসে ভারতের বাজারে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি HMD Crest এবং HMD Crest Max স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। আজ 6 আগস্ট থেকে HMD স্মার্টফোনগুলি সেল শুরু হল। কোম্পানির পক্ষ থেকে ফোনগুলিতে 1,500 টাকার ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইচএমডি স্মার্টফোনগুলির দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে।
HMD Crest দাম এবং অফার
HMD Crest 5G স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 14,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আজ থেকে শুরু আমাজন গ্রেট ফ্রিডম সেলে এই ফোনটি 1,500 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হবে এবং ফোনটির এফেক্টিভ প্রাইস 12,999 টাকা হবে। এই ডিসকাউন্ট অফারটি এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
HMD Crest Max এর দাম এবং অফার
HMD Crest Max 5G স্মার্টফোনটি 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 16,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আজ থেকে শপিং সাইট আমাজনে ফোনটি সেল করা শুরু হবে। Amazon Great Freedom sale এই ফোনটিতে 1,500 টাকা ডিসকাউন্ট অফার দেওয়া হবে এবং SBI Credit Card এর মাধ্যমে এই অফার পাওয়া যাবে। এই ব্যাঙ্ক অফারের পর ফোনটির দাম 14,999 টাকা হবে।
HMD Crest Max এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: HMD Crest Max 5G স্মার্টফোনটি ওএলইডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের 6.6-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।
প্রসেসর: ভারতে প্রথম স্মার্টফোন যা Unisoc T760 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 2.2গীগাহার্টস ক্লক স্পীড দেওয়া হয়েছে।
স্টোরেজ: HMD Crest Max 5G ফোনটি ভারতে 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 8GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 16GB RAM পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 256GB স্টোরেজ অপশন যোগ করা হয়েছে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Crest Max স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্টেড 64 মেগাপিক্সেল মেইন সেন্সর রয়েছে। একইসঙ্গে রেয়ার সেটআপে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিলস বানানো এবং ভিডিও কলের জন্য HMD Crest Max 5G স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD Crest Max স্মার্টফোনটিতে 33ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।
HMD Crest এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: HMD Crest স্মার্টফোনটিতে হাই রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে।
প্রসেসর: HMD Crest স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে Unisoc T760 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেটের সাহায্যে ফোনটি স্মুথভাবে উপভোগ করা যাবে।
মেমরি: এই ফোনটিতে 6GB RAM +128জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে 6GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরা: এই ফোনের রেয়ার সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP অন্য সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে দুর্দান্ত এক্সপিরিয়েন্সের জন্য 50MP ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: HMD Crest স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ফোনে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি-সি 2.0 এর সাপোর্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে 3.5 মিমি অডিও জ্যাক, সিঙ্গেল স্পিকার, মাইক্রোএসডি কার্ড স্লট এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো বিভিন্ন ফিচার অপশন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।