বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কিছু মাস ধরেই HMD শীঘ্রই তাদের নতুন Pulse সিরিজের স্মার্টফোন পেশ করতে পারে বলে সমালোচনা হচ্ছে। এই সিরিজের অধীনে HMD Pulse এবং HMD Pulse Pro নামে স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু এই আগেই লিকের মাধ্যমে এই ফোনের রেন্ডার প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই HMD Pulse ভ্যানিলা মডেলের ডিটেইলস সম্পর্কে।
HMD Pulse এর রেন্ডার (লিক) : HMD Pulse স্মার্টফোনের ফটো মাই স্মার্ট প্রাইস এবং টিপস্টার অনলিক্সের মাধ্যমে শেয়ার করেছে। রেন্ডারসের মাধ্যমে জানা গেছে এই ফোনে ফ্ল্যাট কর্নার এবং এচএমডি ব্র্যান্ডিং সহ সাধারণ ব্যাক প্যানেল ফিনিশ দেওয়া হবে।
নীচে দেওয়া ফটোতে দেখা গেছে আপকামিং HMD Pulse স্মার্টফোন ব্লু, ব্ল্যাক এবং পিঙ্ক এই তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা মডিউল LED ফ্ল্যাশ সহ দেখা গেছে। একইসঙ্গে এই ফোনে AI ফিচার যোগ করা হতে পারে। এই ফোনের পিছনের দিকের প্যানেলে মাঝখানে HMD ব্র্যান্ডিং দেওয়া হতে পারে। এছাড়াও ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন থাকতে পারে।
HMD Pulse এর স্পেসিফিকেশন (লিক) : HMD এর নতুন HMD Pulse স্মার্টফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানানো হয়েছে। ডিসপ্লে: লিক অনুযায়ী HMD Pulse ফোনে 6.56 ইঞ্চির এচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে পাঞ্চ-হোল ডিজাইন সহ পেশ করা হতে পারে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য লিক অনুযায়ী HMD Pulse ফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি এটি কি নামে পেশ করা হবে। ক্যামেরা: এই ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে আর কোন ক্যামেরা লেন্স দেওয়া হবে তা পরবর্তী সময় জানা যাবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ফাস্ট চার্জিং নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ওএস: HMD Pulse স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।