আন্তর্জাতিক ডেস্ক : নিজের শাসনকালের ১১ বছর পূর্তিতে এক জনসভায় পাকিস্তানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের ভূজে আয়োজিত সভায় তিনি বলেন, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদ বন্ধ করতে হলে সেখানকার জনগণকে এগিয়ে এসে শান্তির পথ বেছে নিতে হবে। যদি পাকিস্তান শান্তির পথ না বেছে নেয়, তবে ভারতের পক্ষ থেকে কঠিন জবাব দেওয়া হবে।’
এসময় তিনি পাকিস্তানের সাধারণ জনগণকে গুলির হুমকি দেন।
নরেন্দ্র মোদি বলেন, ‘পাকিস্তানকে যদি সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হয়, তবে সেই দেশের নাগরিকদেরই সামনে এগিয়ে আসতে হবে। এসময় তিনি সাধারণ জনগণকে হুমকি দেন, সুখের জীবন কাটাও, রুটি খাও, না হলে আমার গুলি তো আছেই।’
মোদি দাবি করেন, পেহেলগামে হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাস দমনে কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না তা দেখার জন্য তিনি ১৫ দিন অপেক্ষা করেছিলেন। তবে তার মতে, পাকিস্তানের আচরণে মনে হয়েছে যেন সন্ত্রাসবাদই তাদের রুটি রজির উপায়।
তিনি আরও বলেন, ‘ভারত যেখানে পর্যটনে বিশ্বাস করে, পাকিস্তান সেখানে সন্ত্রাসবাদকেই পর্যটন মনে করে। এটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত বিপজ্জনক।’
তিনি পাকিস্তানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা কী অর্জন করেছেন? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি, আর আপনারা কোথায় আছেন? যারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়েছে, তারা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করেছে।’
অপারেশন সিঁদুর সম্পর্কে মোদি বলেন, ‘এই অপারেশন হলো মানবতাকে রক্ষা করার একটি মিশন। এর মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালানো হচ্ছে।’
কঠিন রোগে আক্রান্ত মিমি চক্রবর্তী, মুক্তি প্রায় অসম্ভব তবু থেমে নেই কাজ
তিনি আবারও পাকিস্তানকে অভিযুক্ত করে বলেন, ‘৯ মে রাতে দেশটি সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল, এর পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী দ্বিগুণ শক্তি প্রয়োগ করে পাক বিমানঘাঁটিগুলোকে ধ্বংস করে দেয়।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.