বিনোদন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষ্যে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে রিলিজ দেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘দৌড়’। ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই সিরিজটি বেশ আলোচনাতেই ছিল। রায়হান খান নির্মিত সিরিজটি এরই মধ্যে হইচইয়ে রেকর্ড ভেঙেছে।
নির্মাতাকে হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সাত দিনে আগের সব স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে ‘দৌড়’। হইচইয়ে বাংলাদেশের রিলিজ করা সিরিজগুলোর মধ্যে প্রথম সাত দিনে সবচেয়ে বেশিসংখ্যকবার স্ট্রিমিং করা সিরিজ ‘দৌড়’।
এ বিষয়ে নির্মাতার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘এটা একটা অর্জন। স্ট্রিমিংয়ের রেকর্ড ভাঙা মানে অনেক মানুষ দেখেছে। এই সাফল্য আমাদের পরবর্তী কাজে আরও বেশি উৎসাহ দেবে। এরপর আরও ভালো কাজ দেওয়ার আশা করছি। হইচই কর্তৃপক্ষই বিষয়টি জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাত্রই সিরিজটি সাফল্য পেতে শুরু করেছে, তাই পরবর্তী ঘটনা নিয়েও আমরা ভাবছি। একটা সিজন ভালো হলে পরবর্তী সিজন নিয়ে আশা আরও বেড়ে যায়। তাই একটু সময় নেওয়া হচ্ছে।’ রিলিজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক ‘দৌড়’ নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। মুভি আর সিরিজবিষয়ক গ্রুপগুলোতে এসেছে প্রচুর ইতিবাচক রিভিউ। এর ব্যতিক্রম হয়নি তারকাদের ক্ষেত্রেও।
বরেণ্য অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে তার ভেরিফায়েড প্রোফাইলে সিরিজটি নিয়ে লিখেছেন, ‘প্রথম সিজন শেষ। সিজন ২-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভালো লাগল রায়হান খান।’
উল্লেখ্য, এ সিরিজে রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিরিজে অভিনয় করেছেন বাস্তব জীবনে তার সহধর্মিণী রোবেনা রেজা। রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এ ছাড়া চার চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত ও উজ্জ্বল মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।