আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করে লোহিত সাগরে ঢুকেছে রাশিয়ার কিছু যুদ্ধজাহাজ। হুতি হামলায় জর্জরিত এবং নৌবাহিনীর জাহাজে ঠাসা সামুদ্রিক অঞ্চলে যুদ্ধজাহাজ প্রবেশের কথা নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
জানা গেছে, যুদ্ধজাহাজগুলোর মধ্যে রয়েছে মিসাইল ক্রুজার ভারিয়াগ এবং ফ্রিগেট মার্শাল শাপোশনিকভ। তবে এসব যুদ্ধজাহাজের চূড়ান্ত গন্তব্য কোথায় তা জানা যায়নি।
বেশ কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতিশোধ নিতে লোহিত সাগরে জাহাজের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। যদিও চলতি মাসের শুরুতে তারা চীন এবং রাশিয়াকে লোহিত সাগর এবং এডেন উপসাগর দিয়ে চলাচলে সমস্যা হবে না বলে জানিয়েছিল।
এর পরিবর্তে দেশ দুটির কাছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো সংস্থাগুলোতে হুতিদের পক্ষে রাজনৈতিক সমর্থন চাওয়া হয়। গোষ্ঠীটি বলছে, তারা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত জাহাজগুলো লক্ষ্যবস্তু করছে। কিন্তু এর মধ্যে কিছু জাহাজ শনাক্তে তারা ভুল করেছে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।