স্পোর্টস ডেস্ক : আর্লিং হালান্ড ও ম্যানচেস্টার সিটির মধ্যে চুক্তি এখন কেবলই সময়ের ব্যাপার। আসছে গ্রীষ্মে ইতিহাদে যোগ দেয়ার আগে নরওয়েজিয়ান তারকা মঙ্গলবার ম্যানচেস্টারে ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করেছেন। চলতি সপ্তাহেই আসবে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে হালান্ডকে আনার জন্য রিলিজ ক্লজের সমঝোতার বিষয়ে তৎপরতা চালাচ্ছে সিটি। ম্যানসিটির থেকে ৬০-৭০ মিলিয়ন ইউরো পাবে ডর্টমুন্ড।
সবকিছু ঠিক থাকলে পাঁচ বছরের জন্য চুক্তি করতে চলেছেন ২১ বর্ষী হালান্ড। প্রতি বছর আয় করবেন ৩০ মিলিয়ন ইউরো। কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন এবং রাহিম স্টার্লিংয়ের মতো খেলোয়াড়দের সঙ্গে মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের জাত চেনানোর সুযোগ পাবেন।
বাবা আলফ-ইগনে হালান্ডের পদাঙ্কই অনুসরণ করতে চলেছেন হালান্ড। ম্যানসিটিতে ২০০০-২০০৩ সাল পর্যন্ত খেলেছেন আলফ। ক্যারিয়ারে রাইটব্যাক এবং মিডফিল্ডার হিসেবে খেলে তিনি ম্যানসিটি জার্সিতে ৩৮ ম্যাচে ৩ গোল করেছেন।
নরওয়ের হয়ে ১৯৯৪-২০০১ সাল পর্যন্ত খেললেও পাননি গোল। ১৯৯৪ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে গ্রুপপর্বে ইতালি এবং মেক্সিকোর বিপক্ষে খেলেছিলেন সিনিয়র হালান্ড।
২০০১ সালে ম্যানচেস্টার ডার্বিতে রেড ডেভিলদের তৎকালীন অধিনায়ক রয় কিনের বাজে ট্যাকলে পায়ের চোটে পড়েন আলফ। সেই ইনজুরিতে তার ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।