হলুদ শাড়িতে দুই নেপালি তরুনীর অসাধারণ নাচ, ভাইরাল ভিডিও

Dance

বিনোদন ডেস্ক : বিগত কয়েক বছরে ডিজিটাল প্লাটফর্মে যে জিনিসটি সর্বাধিক ভাইরাল হয়েছে সেটি হল যুবতীদের উত্তপ্ত ডান্সের ভিডিও। স্মার্টফোনের বদৌলতে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয় যুক্ত হয়েছে। আজকের দিনে চাইলে যে কেউ যে কোন মুহূর্তে রাজত্ব করতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে। যেখানে কয়েক বছর আগে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন।

Dance

রঙিন আলোর পর্দা ছিল বলিউড, হলিউড কিংবা টলিউডের মতো হাতে গোনা কয়েকটি ফিল্ম ইন্ডাস্ট্রির অধীনে। সেখানে আজ রঙিন আলোর পর্দার সাথে যুক্ত হয়েছেন আট থেকে আশি বছরের প্রত্যেকে। ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে নিজেকে মেলে ধরেছেন অনেকেই, যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার মুখ দেখেছেন নেটিজেনরা।

যুবতীদের উত্তপ্ত ডান্স ভিডিওর জনপ্রিয়তা
বিগত কয়েক বছরে ডিজিটাল প্ল্যাটফর্মে যে জিনিসটি সর্বাধিক ভাইরাল হয়েছে সেটি হল যুবতীদের উত্তপ্ত ডান্স ভিডিও। ভারতসহ গোটা বিশ্বের বেশিরভাগ যুবতীরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের সাহসিকতা দেখিয়ে রাজত্ব করছেন। যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে রাজত্ব করার দিক থেকে অন্যান্যদের তুলনায় ভারতীয় যুবতীরা বেশ খানিকটা এগিয়ে রয়েছেন।

নেপালি তরুণীদের মনমুগ্ধকর নাচের ভিডিও
তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি কোন ভারতীয় যুবতীর সাহসী ডান্সের নয়, বরং দুই নেপালি তরুণীর মনমুগ্ধকর নাচের ভিডিও। এই ভিডিওটি বর্তমানে নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের। @artistic_nepal_ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটি বর্তমানে ট্রেন্ড করছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ভিডিওটি ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছে।

এবারের বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

ভাইরাল ভিডিওর বিবরণ
গত ১২ই মে ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ শাড়িতে নেপালি গানের সাথে মনোরম পরিবেশে নয়নাভিরাম ভঙ্গিতে নাচ করছেন দুই তরুণী। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে লক্ষাধিক বার দেখা হয়েছে। কয়েক হাজার মানুষ ওই দুই তরুণীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওটি দেখে নিতে পারেন এইখানে।