মাত্র ৩০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন TVS Apache RTR 180, কিভাবে?

Apache RTR 180

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এবার মাত্র ৩০ হাজার টাকা দিয়েই আপনি কিনতে পারবেন ‘TVS Apache RTR 180’! অবাক হচ্ছেন তো? ভাবছেন যেখানে এই বাইকের মূল্য ১ লক্ষ টাকার বেশি, সেখানে সেটি কীভাবে ৩০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে? আজ আমরা সেই বিষয়েই জানাবো আপনাদের। যদি আমরা বাইকের কথা বলি তাহলে এই সংস্থার জনপ্রিয়তা অনেকটাই বেশি।

Apache RTR 180

সব সেগমেন্টেই এই সংস্থার বাইক রয়েছে। যেগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় বাইক হলো ‘TVS Apache RTR 180’। ভারতীয় বাজারে এই বাইকটির দাম ১.৩২ লক্ষ টাকা। তাইতো অনেক সময় ইচ্ছে থাকলেও সাধারণ মানুষ এই বাইক কিনতে পারেন না। তবে আপনারা খুব সহজেই এই বাইকটি কিনে ফেলতে পারেন, তাও আবার পকেটসুলভ মূল্যে।

আসলে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে সেকেন্ডহ্যান্ড বাইক বিক্রি হয়। সেরকমই কিছু ওয়েবসাইটে বাইকটি বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। ‘ওএলএক্স’এ এই বাইকের ২০১২ সালের মডেল বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যেটি দিল্লীর রেজিস্ট্রেশনযুক্ত।

যে কারণে ক্ষমা চাইলেন জেমি ফক্স

এই বাইকটি আপনি ৩০ হাজার টাকায় পেয়ে যাবেন। অন্যদিকে ‘কুইকার’ ওয়েবসাইটে ২০১৫ সালের একটি মডেল বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এটির অবস্থা খুবই ভালো রয়েছে। তাই সেটির দাম ৫০ হাজার টাকা স্থির করা হয়েছে।