আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজ হওয়ার দেড় বছর পর জীবিত পাওয়া গেল ভারতের কেরালার পাথানামথিত্তা এলাকার এক ব্যক্তিকে। খুঁজে পাওয়ার পর ওই ব্যক্তি জানালেন, স্ত্রীর কারণে এতদিন বাড়ি ফেরেননি তিনি। ইদুক্কি জেলার থডুপুজা এলাকার যে গ্রামে তাঁকে পাওয়া গেছে, সেখানে তিনি দিনমজুরের কাজ করতেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম নওশাদ। তিনি কেরালায় স্ত্রীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ২০২১ সালের নভেম্বরে নিখোঁজ হন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত বুধবার তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
নওশাদের স্ত্রী আফসানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, নওশাদকে মেরে তাঁর মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। কিন্তু এর পরই তাঁর স্বামীর খোঁজ পাওয়া যায়।
বাড়িতে না ফেরার কারণ জানতে চাইলে নওশাদ সাংবাদিকদের জানান, তিনি স্ত্রীকে খুব ভয় পেতেন। স্ত্রীর সঙ্গে ফোনে যাদের কথা হত, তাঁরা তাঁকে বেশ কয়েকবার পিটিয়েছেন। এ ভয়ের কারণেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি, আর ফেরেননি।
এ ঘটনায় মামলা করেছিলেন নওশাদের বাবা। সে মামলায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।