সাইফুল ইসলাম : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া ও ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা শুক্রবার শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফলসাটিয়া গ্রামের বাসিন্দা ওই শিক্ষার্থী অক্সফোর্ড একাডেমির নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। গত ২১ অক্টোবর দুপুর ১টার দিকে স্কুলে অসুস্থবোধ করলে তার দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে শিবালয়ের টুরাখালী এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসক এশিয়ান টিভির সাংবাদিক মো. সায়েদুর রহমানের চেম্বারে যায়।
অভিযোগে বলা হয়, ওই সময় সায়েদুর রহমান ছাত্রীটিকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন এবং প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে টাকা-পয়সার লোভ দেখান। পরে ভুক্তভোগী ও তার বান্ধবীরা চেম্বার থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে সায়েদুর রহমান তাদেরকেও অনৈতিক প্রস্তাব দেন এবং ঘটনাটি প্রকাশ করলে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের হুমকি দেন।
বাড়িতে ফিরে এসে মেয়ে কান্নাকাটি করলে বিষয়টি জানতে পারেন শিক্ষার্থীর মা। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের বাদি ও শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে ও তার দুই বান্ধবী ওষুধ আনতে গেলে সায়েদুর অনৈতিক প্রস্তাব দেয়। অন্য দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বললেও ঘটনার সত্যতা জানতে পারবেন। আমার মেয়ে ও তার বান্ধবীরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসক ও সাংবাদিক সায়েদুর রহমান বলেন, আমার বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ করলে বা মিথ্যা কথা বললে আমি কি বলবো? আপনারা তদন্ত করে দেখুন। একজন সাংবাদিক হিসেবে বলবো, তদন্তে যেটা বেরিয়ে আসে সেটাই তুলে ধরবেন।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে মেয়ের মা একটি লিখিত অভিযোগ দিয়েছে। পক্ষান্তরে সায়েদুর রহমানও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। যেহেতু দুই পক্ষই অভিযোগ করেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



